Recruitment 2022: ভারতীয় সেনায় বিপুল নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ২১ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিক্যাল এন্ট্রি স্কিমের আওতায় ১০+২ এন্ট্রি স্কিম- ৪৮-এর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Army Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২১ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: সর্বোচ্চ ৩৫০ টাকা উৎসাহ ভাতা, চমকে দিল নবান্ন! আশাকর্মীদের জন্য বিরাট ঘোষণা
Indian Army Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৯০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Army Recruitment 2022: আবেদন পদ্ধতি
ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in যেতে হবে।
এরপর 'Online application for TES-48course is open WEF 22 Aug 2022 at 1500 hrs and will close on 21 Sep 2022 at 1500 hrs' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
একটি নতুন পেজ খুলবে, এখানে ফর্মের সঙ্গে যুক্ত শর্তাবলী দেখে আবেদন করতে হবে।
ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করে নিতে হবে।
Indian Army Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ রাউন্ড
advertisement
মেডিকেল টেস্ট
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ সম্পূর্ণ বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারতীয় সেনাবাহিনী (Indian Army) |
পদের নাম: | টেকনিক্যাল এন্ট্রি স্কিমের আওতায় ১০+২ এন্ট্রি স্কিম- ৪৮ |
শূন্যপদের সংখ্যা: | ৯০ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ তারিখ: ২১.০৯.২০২২
Indian Army Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অবিবাহিত পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্রের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রার্থীরা যাঁরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে ১০+২ পরীক্ষা পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন এবং সেনাবাহিনীতে স্থায়ী কমিশনের জন্য জেইই (মেইনস) ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
চার বছর মেয়াদকালীন কোর্সের সমাপ্তির পরে, নির্বাচিত প্রার্থীদের সেনাবাহিনীতে স্থায়ী কমিশন দেওয়া হবে। প্রার্থীদের লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
Indian Army Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৬.৫ থেকে ১৯.৫ বছরের মধ্যে হতে হবে।
Location :
First Published :
August 24, 2022 7:00 PM IST