সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৩২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। যে সকল প্রার্থীরা আর্চারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বডি বিল্ডিং, বক্সিং, ফুটবল, জিমন্যাস্টিক, হ্যান্ডবল, হকি ইত্যাদি খেলায় পারদর্শী ও ন্যাশনাল-ইন্টারন্যাশনাল খেলেছেন তাঁরা আবেদনের যোগ্য।
হেড কনস্টেবল জিডি (পুরুষ)– ২৫৭টি পদ
হেড কনস্টেবল জিডি (মহিলা)– ৬৫টি পদ
আরও পড়ুন: আইসিএমআরে একাধিক পদে বিপুল নিয়োগ! আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স |
পদের নাম: | হেড কনস্টেবল |
শূন্যপদের সংখ্যা: | ৩২২ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৭.১১.২০২২ |
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদন করার বয়স আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুসারে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: বেতন
মাসিক ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের ম্যাট্রিকুলেশন/মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ করা জন্ম তারিখকেই প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে।
ব্যক্তিগত ইভেন্ট (ন্যাশনাল) মেধাসম্পন্ন খেলোয়াররা যাঁরা ন্যাশনাল গেমস/ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (জুনিয়র এবং সিনিয়র উভয়) বা কোনও স্বীকৃত ফেডারেশন/অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ন্যাশনাল লেভেলের সিঙ্গেল ইভেন্টে পদক জিতেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
টিম ইভেন্ট (ন্যাশনাল)
দলকে অবশ্যই ন্যাশনাল গেমস/ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টসের দ্বারা স্বীকৃত ফেডারেশন/অ্যাসোসিয়েশনের অধীনে পরিচালিত জাতীয় খ্যাতিসম্পন্ন কোনও ইভেন্টে পদক জিততে হবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা সংবাদপত্র/ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে গত তিন বছরের মধ্যে প্রার্থীদের প্রাপ্ত পদককে বিবেচনা করা হবে।
ব্যক্তিগত/দলীয় ইভেন্ট
(ইন্টারন্যাশনাল) মেধাসম্পন্ন খেলোয়াররা যাঁরা সংবাদপত্র/ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে বিগত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পরিচালিত যে কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন: আপনি কি ক্লাসিকাল ডান্সার? রেলে চাকরির দারুণ সুযোগ নিয়ে জানুন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের স্পোর্টস পারফরমেন্স, অ্যাচিভমেন্ট ও ট্রায়াল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
বিগত ৩ বছরের কৃতিত্ব বিবেচনা করে প্রার্থীদের নিজ নিজ ইভেন্টে ও খেলায় মান নির্ধারণ করা হবে। এরপর মেধার ভিত্তিতে একটি তালিকা প্রস্তুত করা হবে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট- যাঁরা ডকুমেন্ট ভেরিফিকেশনে উত্তীর্ণ হবেন তাঁদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্টের জন্য ডাকা হবে। এই পর্যায়ে প্রার্থীদের উচ্চতা ও অন্যান্য শারীরিক যোগ্যতা দেখা হবে। সংরক্ষিত প্রার্থী যাঁদের এই পর্যায়ে ছাড় দেওয়া হয়েছে তাঁদের যথাযথ যোগ্যতার সার্টিফিকেট দেখাতে হবে।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের থেকে ১০০ টাকা আবেদন ফি হিসেবে নেওয়া হবে। অন্য দিকে, এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত প্রফর্মায় যথাযথ ভাবে টাইপ করা আবেদনপত্র পাঠাতে হবে। এর সঙ্গে ফুলস্ক্যাপ পেপারে দুটি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা দেওয়া আবেদন ফি ডিমান্ড ড্রাফটের আকারে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। এনভেলাপের ওপর ‘“APPLICATION FOR THE RECRUITMENT OF SPORTSPERSON IN CRPF AGAINST SPORTS QUOTA-2022” স্পষ্ট ভাবে লিখে দিতে হবে।