কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে (২৬ নভেম্বর- ২ ডিসেম্বর, ২০২২) বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ডেপুটি ডিরেক্টর- ৫টি পদ
ডেপুটি ডেরেক্টর (মার্কেটিং)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডেভেলপমেন্ট)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফরেন ট্রেড)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং)- ১টি পদ
স্ট্যাটিস্টিক্যাল অফিসার- ১টি পদ
ডেভেলপমেন্ট অফিসার- ১০টি পদ
ডেভেলপমেন্ট অফিসার- ২টি পদ
ডেভেলপমেন্ট অফিসার (ট্রেনিং)- ১টি পদ
মার্কেট প্রমোশন অফিসার- ১টি পদ
মাস মিডিয়া অফিসার- ১টি পদ
স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর- ২টি পদ
সাব এডিটর- ২টি পদ
কেমিস্ট- ১টি পদ
স্টেনোগ্রাফার গ্রেড ২- ৩টি পদ
অডিটর- ১টি পদ
প্রোগ্রামার- ১টি পদ
ফুড টেকনোলজিস্ট- ১টি পদ
মাইক্রোবায়োলজিস্ট- ১টি পদ
কনটেন্ট রাইটার কাম জার্নালিস্ট- ১টি পদ
লাইব্রেরিয়ান ও ইফরমেশন অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ৫টি পদ
ফিল্ড অফিসার- ৯টি পদ
জুনিয়র স্টেনোগ্রাফার- ৭টি পদ
হিন্দি টাইপিস্ট- ১টি পদ
লোয়ার ডিভিশন ক্লার্ক- ১৪টি পদ
ল্যাব অ্যাসিস্ট্যান্ট- ২টি পদ
আরও পড়ুন: ৪০ হাজারেরও বেশি আবেদন জমা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য, নিয়োগের তৎপরতা শুরু পর্ষদের
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, ডেভেলপমেন্ট অফিসার, স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল অফিসার, ফুড টেকনোলজিস্ট, ফুড টেকনোলজিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, লাইব্রেরিয়ান ও ইফরমেশন অ্যাসিস্ট্যান্ট, কনটেন্ট রাইটার কাম জার্নালিস্ট সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে |
কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ডেপুটি ডিরেক্টর- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে হর্টিকালচার বা এগ্রিকাচলার বা প্ল্যান্ট সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি
বেতন- পে ম্যাট্রিক্স লেভেল- ১০, মাসিক- ৫৬,১০০- ১,৭৭,৫০০ টাকা
অভিজ্ঞতা- প্রাসঙ্গিক ক্ষেত্রে সাত বছরের কাজের অভিজ্ঞতা
অন্যান্য যোগ্যতার জন্য বিশদে দেখুন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: অগ্নিবীর প্রকল্পে নিয়োগের সুবর্ণ সুযোগ! হাতছাড়া করবেন না কিন্তু
কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ২০২২: বেতন
ডেপুটি ডিরেক্টর- গ্রুপ এ, লেভেল- ১১ (মাসিক ৬৭,৭০০- ২,০৮,৭০০)
ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং)- গ্রুপ এ, লেভেল- ১১ (মাসিক ৬৭,৭০০- ২,০৮,৭০০)
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডেভেলপমেন্ট)- গ্রুপ এ, লেভেল- ১০ (মাসিক ৫৬,১০০– ১,৭৭,৫০০ টাকা)
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফরেণ ট্রেড)- গ্রুপ এ, লেভেল- ১০ (মাসিক ৫৬,১০০– ১,৭৭,৫০০ টাকা)
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং)- গ্রুপ এ, লেভেল- ১০ (মাসিক ৫৬,১০০– ১,৭৭,৫০০ টাকা)
স্ট্যাটিস্টিক্যাল অফিসার- গ্রুপ বি, লেভেল- ৭ (মাসিক ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা)
ডেভেলপমেন্ট অফিসার- গ্রুপ বি, লেভেল- ৭ (মাসিক ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা)
ডেভেলপমেন্ট অফিসার- গ্রুপ বি, লেভেল- ৭ (মাসিক ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা)
ডেভেলপমেন্ট অফিসার (ট্রেনিং)- গ্রুপ বি, লেভেল- ৭ (মাসিক ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা)
মার্কেট প্রমোশন অফিসার- গ্রুপ বি, লেভেল- ৭ (মাসিক ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা)
অন্যান্য তথ্যের জন্য বিশদে দেখুন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে।
কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজে এই বিজ্ঞাপনটি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কের recruit.coconutboard.in মাধ্যমে নিজেদের আবেদনপত্র জমা দিতে পারেন। প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সাবমিট করতে হবে।প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে (২৬ নভেম্বর- ২ ডিসেম্বর, ২০২২) বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।