নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন এক নজরে
নিয়োগকারী সংস্থা | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট প্রফেসর |
শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা জানার জন্য এখানে ক্লিক করুন |
বয়স সীমা | ৪০ বছর |
শূন্যপদের বিতরণ | ইউআর – ১, এসসি – ১, এসটি-১, ওবিসি (এ) – ১ |
বেতন কত | প্রতি মাসে ৪০,০০০ টাকা |
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি | সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই |
বেতন ও ভাতা | সহকারী অধ্যাপকের এই পদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা দেওয়া হবে। |
advertisement
আরও পড়ুন: প্রতি ক্লাসে লেকচারার পাবেন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ
ইন্টারভিউয়ের পদ্ধতি- আবেদনকারীদের অবশ্যই তাদের সিভির ৫ কপি, প্রাসঙ্গিক শংসাপত্রের ফটোকপি (মার্ক শিট সার্টিফিকেট রিসার্চ পেপার, ইত্যাদি) ও মূল নথিপত্র সঙ্গে রাখতে হবে৷
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে এই কলেজে, অধ্যাপনা করতে চাইলে এখনই আবেদন করুন
advertisement
সময় ও স্থান- 1st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta JD-2 Sector – 3 Kolkata – 700106
তারিখ: ১৮ এপ্রিল ২০২৩
রিপোর্টিং সময়: সকাল সাড়ে ১০টা
অফিসিয়াল নোটিফিকেশন- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:01 PM IST