TRENDING:

BRO Recruitment 2022: বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীনে ৩২৮ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ড্রাফটসম্যান, সুপারভাইজার (অ্যাডমিন), সুপারভাইজার (স্টোরস), সুপারভাইজার সাইফার, হিন্দি টাইপিস্ট, অপারেটর (যোগাযোগ), ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং মাল্টি স্কিলড ওয়ার্কার (ব্ল্যাক স্মিথ/কুক) পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বর্ডার রোডস অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

বিআরও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

বিআরও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

প্রার্থীরা মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের করে দেখতে পারেন।

বিআরও রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৩২৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

ড্রটসম্যান- ১৬টি পদ

advertisement

সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন)- ৭টি পদ

সুপারভাইজার স্টোর- ১৩টি পদ

সুপারভাইজার সাইফার- ৯টি পদ

হিন্দি টাইপিস্ট- ১০টি পদ

অপারেটর (কমিউনিকেশন)- ৪৬টি পদ

ইলেকট্রিশিয়ান- ৪৩টি পদ

ওয়েল্ডার- ২৪টি পদ

মাল্টি স্কিলড ওয়ার্কার (ব্ল্যাক স্মিথ)- ২৭টি পদ

মাল্টি স্কিলড ওয়ার্কার (কুক)- ১৩৩টি পদ

আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে রেল, রইল এই সপ্তাহের সেরা চাকরির হদিশ! আবেদন পাঠান এখনই

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন
পদের নাম ড্রাফটসম্যান, সুপারভাইজার (অ্যাডমিন), সুপারভাইজার (স্টোরস), সুপারভাইজার সাইফার, হিন্দি টাইপিস্ট, অপারেটর (যোগাযোগ), ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং মাল্টি স্কিলড ওয়ার্কার (ব্ল্যাক স্মিথ/কুক)
শূন্যপদের সংখ্যা ৩২৮
কাজের স্থান ভারত
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ১০-১১-২০২২

advertisement

বিআরও রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা

নিয়োগের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। বয়স নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ তারিখ হল ০১.০১.২০২২৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রথম দিনেই TET-এ আবেদন জমা পড়ল ১৫০০! ৩রা নভেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

বিআরও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, এসসি এবং এসটি প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিআরও রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, প্র্যাকটিক্যাল এবং ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এক্সামিনেশন ইত্যাদি পরীক্ষা নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
BRO Recruitment 2022: বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীনে ৩২৮ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল