সূত্রের খবর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফেস স্ক্যান, সই-এর স্ক্যান করা হবে। অর্থাৎ যাতে পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই থাকবে এই ব্যবস্থা। এমনটাই পরিকল্পনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে শুধু পরীক্ষা কেন্দ্রের বাইরে নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা।
আরও পড়ুন: তৃণমূলকে হারাতে জোট বাঁধল সিপিএম-বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় নয়া মডেল
advertisement
আরও পড়ুন: অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
অর্থাৎ পরীক্ষা চলাকালীন সিসিটিভি-র নজরদারি হবে বিভিন্ন ঘরে। পরীক্ষা চলাকালীন সময় যাতে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ৷ তবে চূড়ান্তভাবে গোটা ব্যাপারটাই অনুমোদিত হবে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনাক্রমে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। ইতিমধ্যেই কী সিলেবাসের ওপর পর্ষদ পরীক্ষা নেবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, মডেল প্রশ্নপত্র এ বার এই প্রথম দিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। পাশাপাশি সিলেবাসের ক্ষেত্রেও আনা হয়েছে একাধিক বদল। মোট ১৫০ টি প্রশ্নের উত্তর করতে হবে।
সময় থাকবে ১৫০ মিনিট। থাকবে না কোন নেগেটিভ মার্কিং। ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। সাম্প্রতিক সময়-এর নিরিখে এ বছর প্রাথমিকের টেটকে কেন্দ্র করে বিশেষভাবে সতর্ক হতে চাইছে পর্ষদ। তার জন্যই নিরাপত্তা সংক্রান্ত এই পদক্ষেপ বলেই দাবি পর্ষদের আধিকারিকদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়