এক্ষেত্রে চাকরির শূন্যপদ হবে ২০ হাজারের ও বেশি। খুব তাড়াতাড়ি দফতর পাঠাবে নির্দিষ্ট শূন্যপদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেন, টেট-এর বিষয় আলোচনা হয়েছে। টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার জন্য আইনানুগ পরামর্শ নেব। টেট-এর দিন ঘোষণার আগে যেহেতু এর সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। একটা বড় পরীক্ষা নিতে গেলে আলোচনা করতে হবে উচ্চ পর্যায়ে। শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেই তারিখ জানাব। তবে আমাদের চেষ্টা থাকবে তাড়াতাড়ি পরীক্ষার ব্যবস্থা করার।"
advertisement
শুক্রবারের বৈঠকের শেষে সভাপতি আরও বলেন, নিয়োগের জন্য শূন্যপদের দরকার। সরকার চাইছে শূন্যপদ তৈরি করে প্রাথমিক স্কুলে নিয়োগ হয়। আগের রুল মেনে ভাক্যানসি এর জন্য নিয়োগ করতে পারি.. খুব তাড়াতাড়ি এগোচ্ছি। বিজ্ঞপ্তিটি দেওয়ার আগের কাজ আমাদের শুরু হয়ে গিয়েছে। পুজোর পড়ে নিয়োগ শুরু করতে চাইছি।
আরও পড়ুন: ৫০ হাজার টাকা দিচ্ছে মোদি সরকার! ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুখবর! শেষ তারিখ ৩১ শে অক্টোবর
নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন বলেন, কলকাতা হাই কোর্ট যে অর্ডার দিয়েছে প্রশ্ন ভুল মামলায় তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেব তা আমরা খুব তাড়াতাড়ি জানাব। নৈতিক চরিত্র গঠনের জন্য আমরা কোনও আলাদা করে সিলেবাস তৈরি করা যায় নাকি সেটা আমরা দেখছি।