ইউসিআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
ইউসিআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৩৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ট্রেড অ্যাপ্রেন্টিস
ফিটার | ৮০টি পদ |
ইলেকট্রিশিয়ান | ৮০টি পদ |
ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক) | ৪০টি পদ |
টার্নার/মেশিনিস্ট | ১২টি পদ |
ইনস্ট্রুমেন্ট মেকানিক | ৫টি পদ |
মেকানিক্যাল ডিজেল/মেকানিক্যাল এমভি | ১২টি পদ |
কার্পেন্টার | ৫টি পদ |
প্লাম্বার | ৫টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম: | ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ২৩৯ |
কাজের স্থান: | ঝাড়খণ্ড |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ৩০.১১.২০২২ |
ইউসিআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের ম্যাট্রিক/এসটিডি. দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন: মাসিক বেতন দুই লক্ষাধিক, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় নিয়োগের বিরাট সুযোগ
ইউসিআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
৩০.১১.২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: ফুড সেফটি বিভাগে প্রচুর পদে নিয়োগ! হাতে বেশি সময় নেই, শিগগির ঝাঁপিয়ে পড়ুন
ইউসিআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে UCIL HTTP://WWW.UCIL.GOV.IN/ যেতে হবে
হোম পেজে জব রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে
ঝাড়খণ্ডের লিঙ্কে ক্লিক করতে হবে (বিজ্ঞপ্তি নম্বর 05 / 2022)
সমস্ত ইউনিটের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের তালিকা থাকবে
এটিকে ডাউনলোড করে নিতে হবে
এবারে প্রথমে সকল প্রার্থীদের পোর্টাল ওয়েবসাইটে HTTPS://APPRENTICESHIPINDIA.GOV.IN গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে
অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট জমা করতে হবে