CCI Recruitment 2022: মাসিক বেতন দুই লক্ষাধিক, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় নিয়োগের বিরাট সুযোগ

Last Updated:

CCI Recruitment 2022 | প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর সহ অন্যান্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ডিরেক্টর (ল)
বেতন- ১৩১১০০-২১৬৬০০ টাকা।
যোগ্যতা- অল ইন্ডিয়া সার্ভিসেস/সেন্ট্রাল সিভিল সার্ভিসেস গ্রুপ 'এ' বা ইন্ডিয়ান ল সার্ভিস বা ইন্ডিয়ান কোম্পানি ল সার্ভিস বা কোনও স্বায়ত্তশাসিত সংস্থা বা বিশ্ববিদ্যালয় বা অ্যাকাডেমিক বা গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যাঁরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং অনুরূপ পদ বা গ্রেডে কাজ করেছেন বা যাঁদের ৮৭০০ গ্রেড পে-তে ৪ বছর বা ৭৬০০ গ্রেড পে-তে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
বিশেষজ্ঞ- কম্পিটিশন ল-তে কাজের অভিজ্ঞতা
বেতন- ১২৩১০০-২১৫৯০০ টাকা।
যোগ্যতা- অল ইন্ডিয়া সার্ভিসেস/সেন্ট্রাল সিভিল সার্ভিসেস গ্রুপ 'এওয়াই ইন্ডিয়ান ল সার্ভিস/ ইন্ডিয়ান কোম্পানি ল সার্ভিস বা কোনও কেন্দ্রীয়/রাজ্য সরকার নিয়ন্ত্রিত সংস্থায়/বিশ্ববিদ্যালয়/অ্যাকাডেমিক/গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যাঁদের আইনে ডিগ্রি রয়েছে এবং যাঁরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় পাস করেছেন এবং ৭৬০০ গ্রেড পে-তে ৪ বছর বা ৬৬০০ গ্রেড পে-তে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
বিশেষজ্ঞ- কম্পিটিশন ইকোনমিক্সে কাজের অভিজ্ঞতা
ডেপুটি-ডিরেক্টর (ল)
বেতন- ৭৮৮০০ টাকা-২০৯২০০ টাকা
যোগ্যতা- অল ইন্ডিয়া সার্ভিসেস/সেন্ট্রাল সিভিল সার্ভিসেস গ্রুপ 'এওয়াই ইন্ডিয়ান ল সার্ভিস/ ইন্ডিয়ান কোম্পানি ল সার্ভিস বা কোনও কেন্দ্রীয়/রাজ্য সরকার নিয়ন্ত্রিত সংস্থায়/বিশ্ববিদ্যালয়/অ্যাকাডেমিক/গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যাঁদের আইনে ডিগ্রি রয়েছে এবং যাঁরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় পাস করেছেন এবং ৬৬০০ গ্রেড পে-তে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
বিশেষজ্ঞ- কম্পিটিশন ল-তে কাজের অভিজ্ঞতা
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া
পদের নামডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা ৩৪
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
সর্বোচ্চ বেতন মাসিক বেতন সর্বোচ্চ ২০৯২০০ টাকা
আবেদনের শেষ তারিখ ১৬.১২.২০২২
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
advertisement
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র এনভেলাপে ভরে ‘‘Certificate from the Employer’ to (Pushpa Rawat) Deputy Director (HR) Ministry of Corporate Affairs 5th floor A-wing Shastri Bhawan New Delhi-110001’ ঠিকানায় পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে
advertisement
HTTPS://STUDYCAFE.IN/WP-CONTENT/UPLOADS/2022/11/CCI.PDF ক্লিক করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি/
CCI Recruitment 2022: মাসিক বেতন দুই লক্ষাধিক, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় নিয়োগের বিরাট সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement