TRENDING:

NIC Recruitment 2023: ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারে কয়েকশো পদে নিয়োগের বিরাট সুযোগ! জানুন বিশদে

Last Updated:

সম্প্রতি ন্য়াশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। গত ৪ মার্চ, ২০২৩ তারিখে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা শেষ হবে আগামী ৪ এপ্রিল, ২০২৩ তারিখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  সম্প্রতি ন্য়াশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এনআইসি হল মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজিরই অংশ। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই অনলাইনে আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এনআইইএলআইটি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NIC-তে চাকরির বিরাট সুযোগ
NIC-তে চাকরির বিরাট সুযোগ
advertisement

এনআইসি রিক্রুটমেন্ট ২০২৩:

আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৪ মার্চ, ২০২৩ তারিখে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা শেষ হবে আগামী ৪ এপ্রিল, ২০২৩ তারিখে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করার পরে প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রতিষ্ঠানের তরফে মোট ৫৯৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

সায়েন্টিস্ট বি গ্রুপ এ: ৭১টি পদ

সায়েন্টিস্ট অফিসার/ ইঞ্জিনিয়ার: ১৯৬টি পদ

সায়েন্টিস্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৩৩১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ন্য়াশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি)
পদের নাম: বিশদ দেখুন
শূন্যপদের সংখ্যা: ৫৯৮
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: ৪ মার্চ, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৪ এপ্রিল, ২০২৩

advertisement

শিক্ষাগত যোগ্যতা:- সায়েন্টিস্ট বি গ্রুপ এ পদের প্রার্থীদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিকস এবং অ্যাক্রিডিটেশন অফ কম্পিউটার কোর্সেস বি-লেভেল পূরণ করতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স থেকে স্নাতক এবং বিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি অথবা ফিলোজফির মতো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।

advertisement

সায়েন্টিস্ট অফিসার/ ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীদের এম.এসসি/ এমএস/ এমসিএ/ বিই/ বি.টেক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।

আরও পড়ুন-  অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির বাম্পার সুযোগ! জানুন বিস্তারিত

বয়সসীমা:- এই পদের জন্য আবেদনকারী ইউআর/ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। এছাড়া তফসিলি জাতি/তফসিলি উপজাতি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হল ৩৫ বছর। আর ওবিসি (এনসিএল) ক্যাটাগরির প্রার্থী এবং পিডব্লিউডি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ৩৩ বছর ও ৪৫ বছর।

advertisement

আবেদন ফি:- তফসিলি জাতি/ তফসিলি উপজাতি/ পিডব্লিউডি/ মহিলা প্রার্থীদের কোনও রকম আবেদন ফি প্রদান করতে হবে না। অন্য দিকে, ইউআর/ অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৮০০ টাকা প্রদান করতে হবে।

আরও পড়ুন- কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগের বিরাট সুযোগ! দেখে নিন বিস্তারিত

নিয়োগ প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। তবে এখনও পর্যন্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

আবেদন পদ্ধতি:- প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে https://nielit.gov.in/index.php গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://www.calicut.nielit.in/nic23/documentformats/DetailedAdvertisement.pdf ক্লিক করতে পারেন তাঁরা।

বাংলা খবর/ খবর/চাকরি/
NIC Recruitment 2023: ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারে কয়েকশো পদে নিয়োগের বিরাট সুযোগ! জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল