পরে প্রতিবেশী মানুষজনেরা বাবা প্রভাত মাহাত ও ছেলে ভিকটর মাহাত’র নামে সোমবার লালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পরেই লালগড় থানার পুলিশ তদন্ত শুরু করেন। তদন্তে নেমে সোমবার রাতেই বাবা ও ছেলেকে গ্রেফতার করে লালগড় থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন ঃ ২৪ ঘণ্টার মধ্যে দুই জায়গা থেকে দু’টি মৃত দেহ উদ্ধার
advertisement
এদিন মঙ্গলবার তাদেরকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের বিচারক তাদের দুদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
অন্যদিক আরেকটি মামলায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী।নিজের স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত ধৃত স্বামীর নাম উত্তম দে। এদিন মঙ্গলবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত এক বছর আগে বেলিয়াবেড়া থানার উত্তম দে’র সাথে মিনু দে’র বিয়ে হয়। অভিযোগে বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন স্বামী উত্তম দে।
আরও পড়ুন ঃ হাতি খেদাতে গিয়ে মৃত্যু হুলা পার্টির দুই সদস্যের, জখম আরও ৪
অভিযোগ রবিবার বিষ খাইয়ে ওই গৃহবধূকে মেরে ফেলা হয় বলে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মামা। এই অভিযোগ দায়ের হওয়ার পর বেলিয়াবেড়া থানার পুলিশ সোমবার রাতে অভিযুক্ত মৃতার স্বামী উত্তম দেকে গ্রেফতার করেন। এদিন তাঁকে আদালতে তোলেন পুলিশ।
রাজু সিং