এই বয়সে সাধারণত হাতেখড়ি হয় প্রত্যেকের। খেলার ছলে ছেলেমেয়েদের পড়াশোনায় মন বসানোর চেষ্টায় থাকেন বাবা-মা। তবে অন্যান্য শিশুদের থেকে আরাত্রিকা অনেকটাই আলাদা। স্মৃতিশক্তি অন্যান্য শিশুদের থেকে অনেকটাই প্রখর। খেলার ছলের মায়ের কাছেই প্রথম পাঠ। আজ আরাত্রিকা গড়গড় করে বলে যায় অঙ্গ প্রত্যঙ্গের নাম, যানবাহন, চিকিৎসা সরঞ্জামের নাম । এমনকি ১২টি দেশের জাতীয় প্রতীকও তার মুখস্ত।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 4:06 PM IST