পুলিশ জানিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম চম্পক গোস্বামী (৩১)। বাড়ি লালগড় থানার ডাইনটিকরি গ্রামে। পুলিশ ও তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গরুর জন্য ঘাস তুলে আনার জন্য গ্রাম সংলগ্ন জমিতে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টি শুরু হলে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়িতে ঢোকার কিছুটা আগে হঠাৎ বাজ পড়ার জেরে গুরুতর ভাবে আহত হন তিনি।
advertisement
আরও পড়ুন: দু’দিন ধরে নিখোঁজ, পাটক্ষেতে খোঁজ মিলল সেই BJP কর্মীর! ভয়ঙ্কর পরিণতি হল
আরও পড়়ুন: প্রেশার কুকারে এই ৫ খাবার ভুল করেও রান্না করবেন না, শরীরে মারণ রোগ হতে পারে!
পরিবারের লোকজনেরা তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। এদিকে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর গ্রামে পৌঁছনোর পরেই গোটা এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
রাজু সিং