এদিন আমরা, নিউজ ১৮ লোকাল পৌঁছে গিয়েছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে উপাচার্যকে বরণ করে তাঁকে সংবর্ধনা দিতে দেখা গেল একাধিক পড়ুয়াকে। এদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (vice chancellor) ডঃ সুবীরেশ ভট্টাচার্য বলেন, 'আমি প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাতে চাই। ব্যক্তিগত তরফে কৃতজ্ঞতা জানাই। আমার উপর তিনি আস্থা রেখেছেন। এই দায়িত্ব আবার দিয়েছেন, এতে আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এতদিন যা যা কাজ বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে, তার থেকে অনেক বেশি, আরও কাজের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে রাজ্য সরকারের সহযোগিতায় কাজগুলি করব।'
advertisement
তিনি আরও বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে আগামীতে হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজমের (hotel management and tourism) উপর একটি কোর্স শুরু হবে। ইচ্ছে রয়েছে জব-ওরিয়েন্টেড (job oriented) কিছু কোর্সের ব্যবস্থা করা। এখানকার ছেলেমেয়েরা যাতে পাশ করেই চাকরির জগতে পা রাখতে পারে। উন্নতমানের গবেষণার জন্য পরিকাঠামোগত সমস্যাগুলি মেটানো হবে। উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। আগামীতে এই পরিকল্পনাগুলো রয়েছে।'
এদিন নিউজ ১৮ লোকালকে তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সভাপতি মিঠুন বৈষ্য বলেন, 'ছাত্রদরদি ভাইস চ্যান্সেলরকে দায়িত্বে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে উপাচার্য প্রচুর কাজ করেছেন। আগামীতেও বহু পরিকল্পনা রয়েছে, যা উত্তরের ছাত্রছাত্রীদের জন্য লাভদায়ক হবে।'
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উত্তরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পাহাড় থেকে শুরু করে সুদূর কোচবিহারের ছেলেমেয়েরা পড়তে আসেন। সবরকম বিষয় পড়ানো হয় এই বিশ্ববিদ্যালয়ে। এদিন উপাচার্যকে পেয়ে তাঁকে সংবর্ধনা জানানোর সুযোগ ছাড়ছে না কেউ।