২০০৬ সালে বাগরাকোট চা বাগানের ম্যানেজার হর্শ কুমার এবং তার স্ত্রী নিলম কুমার বিশেষ চাহিদা সম্পন্ন দের নিয়ে কাজ করার তাগিদে নিঃস্বার্থ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেন। ২০০৮ সালে স্ত্রী'র মৃত্যুর পর হর্শ কুমারস্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কাজ চালিয়ে যেতে থাকেন।তিনি এবং সঞ্জনা সরকার নামের এক মহিলা মিলে স্থানীয়দের নিয়ে এগিয়ে চলছেন। বর্তমানে ৭৯ চাবাগানে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করছেন।
advertisement
আরও পড়ুনঃ ন্যাক-এর তিন সদস্যের প্রতিনিধি দলের জলপাইগুড়ি বি এড কলেজ পরিদর্শন
বাক ও শ্রবন অক্ষমদের খুলেছেন স্কুল। প্রায় ২০০০ জনকে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল দিয়ে চলাচলের সুবিধা দিয়েছেন। শনিবার বিভিন্ন চাবাগানের বিশেষ চাহিদা সম্পন্নদের আয়োজন করে ক্রীড়ানুষ্ঠান। এদিন এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। উপস্থিত ছিলেন মহকুমাশাসক পীয়ুস ভাগনরাও সালুংখে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলীনা ছেত্রী, বাগ্রাকোট সেনাবাহিনীর আধিকারিক এবং চাবাগানের ম্যানেজারেরা সহ বিভিন্ন ব্যাক্তি।এদিন বিশেষ চাহিদা সম্পন্নদের দৌড়, হুইলচেয়ার রেশ সহ একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Surajit Dey