সব মিলিয়ে ৩০ জন মহিলা কর্মী। আর এরা সবাই মিলে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন পরিচালনা করেন। পুরুষ বলতে হাতেগোনা দু'একজন। কিন্তু তাতে কুছ পারোয়া নেহি। অনায়াসে ট্রেনের অভিমুখ শীত, গ্রীষ্ম, বর্ষা, সকাল থেকে রাত ৩৬৫ দিন পরিচালনা করছেন। আজ বিশ্ব নারী দিবস। আর এই নারী দিবসে সশ্রদ্ধা এই মহিলা রেলকর্মীদের। শিলিগুড়ি টাউন স্টেশন। দেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক রেল স্টেশন। শুধু ঐতিহাসিকই নয়. বলা ভালো ঐতিহ্যবাহী রেল স্টেশন শিলিগুড়ি টাউন স্টেশন। এই স্টেশনে পায়ের ধুলো পড়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বাঘাযতীন, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো মনিষীদের। আর ২০২২ সালে সেই স্টেশনের রাশ মহিলাদের হাতে। শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর-পূর্ব সীমান্ত রেল তো বটেই, গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
advertisement
রাজ্যে যেমন এই ধরনের স্টেশন আর দ্বিতীয়টি নেই, তেমনি গোটা দেশের হিসেব ধরলে এ ছাড়া আর মাত্র তিনটি স্টেশন রয়েছে যেখানে মহিলারাই ট্রেন আসা-যাওয়া, সিগনাল, লগ অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করেন। ফলে ব্যতিক্রমী হিসেবে ইতিমধ্যেই রাজ্যের নজর কেড়েছে স্টেশনটি। আন্তর্জাতিক নারী দিবসে এই কথায় গর্ববোধ করছেন শহরের নারী পুরুষ উভয়ই। সংসার, বাড়ি সামলে চাকরির হাল ধরতে কিন্তু পিছপা হচ্ছেন না মহিলারাও, আর এই হল তার প্রমাণ।