TRENDING:

Durga Puja 2023: অনটনে ম্লান পুজোর আনন্দ! চাবাগান ফের খোলার প্রার্থনা নিয়ে দুর্গো‍ৎসবের আয়োজন

Last Updated:

Durga Puja 2023: এ বছরও রায়পুর চা বাগানের শ্রমিকদের মন ভারাক্রান্ত। আর পাঁচটা চা বাগানের মতো খুশিতে মেতে উঠতে পারছেন না তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: এ বছরও দুর্গাপুজোয় রায়পুর চা বাগানের শ্রমিকদের মন ভারাক্রান্ত। আর পাঁচটা চা বাগানের কর্মীদের মতো খুশিতে মেতে উঠতে পারছেন না তাঁরা। দিন রাত খেটে চা পাতা তোলার কাজ করেও বোনাস নেই। মা উমার কাছে তাঁদের একটাই প্রার্থনা-চা বাগানটা যেন ফের নিজের নিয়মে স্বচ্ছন্দে চলতে পারে, তা হলেই মুখে ফুটবে হাসি।
advertisement

জলপাইগুড়ি শহর লাগোয়া রায়পুর চা বাগান। কোনও এক অনির্দিষ্ট কারণে ২০১৮ থেকেই বন্ধ হয়ে রয়েছে বাগানটি। এই বাগানে প্রায় ৭০০ শ্রমিক পরিবারের বাস। বাগান বন্ধ থাকায় বোনাস তো দূর অস্ত, সংসার চালানোও দায় এই পরিবারগুলোর কাছে। সরকারি রেশন এবং বন্ধ বাগানে সমষ্টি বানিয়ে চা পাতা তুলে তার থেকে যেটুকু উপার্জন হয় তা দিয়েই চলে সংসার। তারই মাঝে বন্ধ বাগান খুলে দেওয়ার প্রার্থনা নিয়ে মা দুর্গার আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত তাঁরা।

advertisement

২০০৩ সালে বাগান কর্তৃপক্ষ একবার বাগান বন্ধ করে চলে গেলেও পরবর্তীতে বাগানটি খোলেন তাঁরা। বাগানের শ্রমিকদের মধ্যে আশা জাগে উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু, ২০১৮ তে বন্ধ হওয়ার পর আর খোলেনি বাগানটি। তার পর থেকেই দুর্দশায় কাটছে ওই বাগানের বাসিন্দাদের জীবন। এই দুর্দশা থেকে মুক্তি পেতে মাতৃ আরাধনায় ব্রতী শ্রমিকেরা। পুজোটি বিগত কিছু দশক ধরেই হয়ে এলেও চা বাগানের দুর্দশায় ম্লান হয়েছে জৌলুস। এখন পুজো হয় শুধুমাত্র বাগান আবার খোলার প্রার্থনা নিয়েই।

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Durga Puja 2023: অনটনে ম্লান পুজোর আনন্দ! চাবাগান ফের খোলার প্রার্থনা নিয়ে দুর্গো‍ৎসবের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল