উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় মোট ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসার কথা থাকলেও ভোট গ্রহণের দিন পর্যন্ত তাঁর অর্ধেক বাহিনী এসেছে।
আরও পড়ুনঃ বাবার শ্রাদ্ধ চলছে ! ভোট দিতে এল ছেলে! যা ঘটল বুথে! অবাক হবেন
জলপাইগুড়ির প্রবীণ নাগরিক রতন ভট্টাচার্যী তিনি বলেন এখন পর্যন্ত তেমনভাবে কোন উত্তেজনার খবর জলপাইগুড়ি শহরে নেই , শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে জলপাইগুড়িতে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 5:47 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Panchayat Election 2023: দরকারই হলনা কেন্দ্রীয় বাহিনীর, আপাতত এলাকাতে বজায় আছে শান্তি