তাই মঙ্গলবার গভীর রাত বেছে নেয় ময়নাগুড়ি থানার পুলিশ। একজন-দুইজন পুলিশ নয়, স্বয়ং ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত মৌয়ামারির রেল দুর্ঘটনার বগির সামনে। সঙ্গে ফায়ার ব্রিগেডের ওসি ও আরপিএফ- এর আধিকারিকরাও।
কিন্তু, কোথায় ভূত? গভীর রাত পর্যন্ত এলাকায় চষে বেরিয়ে, পুলিশ ভূতকে গ্রেফতার করতে পারল না। আসোলে এই ব্যাপারটাই মানুষদের বোঝাতে মঙ্গলবার রাত ১২টা থেকে ময়নাগুড়ি আইসি তমাল দাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সেখানে হাজির হয়।
advertisement
Location :
First Published :
February 02, 2022 11:32 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Maynaguri IC visits accident spot: ভূতের তাণ্ডবে জেরবার ময়নাগুড়ি! খবর চাউর হতেই রাত জাগছেন থানার আইসি