তবে কোটিপতি হওয়ার শখ প্রত্যেকেরই থাকে প্রতিটি মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করে বড়লোক হওয়ার নেশায়। কারণ এ পৃথিবীতে টাকা ছাড়া সবই অর্থহীন। তাই যে দরিদ্র সে তার যোগ্য সম্মান পায় না, তাই কোটিপতি হওয়ার শখ প্রত্যেকের থাকে। তবে রাতারাতি কোটিপতি হওয়ার মজাই আলাদা। ঠিক তেমনই এক ঘটনা ঘটল৷ এ বার এক রাজমিস্ত্রি রাতারাতি হয়ে গেলেন কোটিপতি, বদলে গেল জীবনে চলার পথ।
advertisement
আরও পড়ুন- নিয়োগের দাবিতে পথনাটিকা,অভিনব উপায় প্রতিবাদ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের
আরও পড়ুন- ভারতের এক নম্বর ব্যাটসম্যান নিজের বন্ধুর সঙ্গেই দিয়ে দিলেন বোনের বিয়ে!
পেশায় রাজমিস্ত্রি লটারি কেটেই ভাগ্য বদল যুবকের। মাত্র তিরিশ টাকায় কোটিপতি এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। যুবকের নাম মিঠু দেবশর্মা, পেশায় রাজমিস্ত্রীর কাজ করেন তিনি। বাড়ি রায়গঞ্জে বিরঘই গ্রামপঞ্চায়েতের গোয়ালগাঁও এলাকায়। শনিবার মিঠু রায়গঞ্জের কসবা এলাকা থেকে ৩০ টাকা দিয়ে টিকিট কাটেন। শনিবার রাতে সেই টিকিট মেলাতেই দেখন টিকিটে এক কোটি টাকা পেয়েছেন।
এরপরই তিনি রবিবার রায়গঞ্জ থানায় এসে কোটি টাকা পাওয়ার ব্যাপারটি জানান। এই বিপুল পরিমান টাকা পেয়ে পেশায় রাজমিস্ত্রী মিঠু বলেন, তিনি বাড়ি তৈরির পাশাপাশি বোনের বিয়ে দেবেন এবং বাকি টাকা তিনি ফিক্সড ডিপোজিট করবেন। অন্য দিকে গ্রামের ছেলে কোটি টাকার লটারি জেতায় খুশি গ্রামের মানুষ।
ওই রাজমিস্ত্রি বলেন, ‘‘কাজ থেকে ফেরার পথে ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছি, তারপর জানতে পারি এক কোটি পেয়েছি লটারিতে, তাই আজ থানায় এসেছি। সুরক্ষার ব্যাপারে। পরিবারে প্রত্যেকের রয়েছে। এরপর আমার ইচ্ছে এই টাকা দিয়ে সুখে শান্তিতে সংসার করা। আমি অত্যন্ত খুশি হয়েছি এই খুশি ভাষায় প্রকাশ করা খুব মুশকিল।’’
