বিদ্যুৎ চালিত ইঞ্জিন জুড়ে রেক-সহ নিউ মাল থেকে দলগাঁও পর্যন্ত করা হয় ট্রায়াল রান। ডিআরএম মালীগাও বলেন, '' ৩০ জুনের মধ্যে আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত রুটের বৈদ্যুতিকরণের কাজ শেষ করে ফেলার লক্ষ্য রয়েছে। শিলিগুড়ি থেকে নিউ মাল জংশন পর্যন্ত কাজ আগেই শেষ হয়েছিল। নিউ মাল থেকে দলগাঁও পর্যন্ত বৈদ্যুতিকরণের মূল কাজ শেষ হয়ে গিয়েছে। অল্প যা কাজ বাকি আছে, তাও দ্রুত শেষ হয়ে যাবে।''
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 8:04 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দারুন খবর ! এবার ডুয়ার্সের রেল পথে ছুটবে বিদ্যুৎ চালিত ট্রেন