এদিকে এই উদ্বেগজনক পরিস্থিতিতে শিলিগুড়ির অভিভাবক হিসেবে গৌতম দেব ইউক্রেনে থাকা পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নেন। পরিবারকে আশ্বস্ত করেন, দ্রুত ছেলেমেয়েকে ফিরিয়ে আনবে সরকার। উচ্চ নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন তিনি। ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওখানে আটকে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরের বাসিন্দা ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র শ্রী শিব শংকর সাহা তারই মধ্যে একজন। যথেষ্ট উদ্বেগে রয়েছে তার পরিবার। তার পরিবারের সদস্যদের সঙ্গে এদিন কথা বলেন গৌতমবাবু। তিনি বলেন, 'রাজ্য সরকারের তরফে তাকে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করা হবে। আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আমরা সকলেই চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীদের দ্রুত ফেরানো যায়।' শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির বাসিন্দা যুবরাজ মিশ্র ডাক্তারি পড়তে ইউক্রেন গিয়েছিলেন। আগাগোড়া সবার ঘরে ফিরে আসার তত্ত্বাবধানে ছিলেন মেয়র গৌতম দেব। ছাত্রটি এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন গৌতমবাবু।
advertisement
একইভাবে ইউক্রেনে আটকে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র বিশাল সাহা। যথেষ্ট উদ্বেগে রয়েছে তার পরিবার। তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করলেন মেয়র। শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোডের বাসিন্দা তারই মধ্যে একজন। যথেষ্ট উদ্বেগে রয়েছে তার পরিবার। একইভাবে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব।