ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারাহাট ব্লকের ভারত ভুটান সীমান্তের চামুর্চি চেকপোস্ট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি দোকানের মধ্যে একটি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: রাজ্যজুড়ে দাবদাহ, স্বস্তি নেই পাহাড়েও, গরমে পুড়ছে কালিম্পং! তাপমাত্রা কত জানেন?
advertisement
বৃহস্পতিবার সকালে একটি দোকান থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর প্রাথমিকভাবে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, নিমেষের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়াতে শুরু করে। বাসিন্দারা পার্শ্ববর্তী দেশ ভুটান ও ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে ভুটান থেকে একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ভারত-ভুটান সীমান্তের এই এলাকা থেকে দমকল কেন্দ্র অনেক দূরে থাকায় সময়মতো ইঞ্জিন এসে পৌঁছতে পারে না। আর এই কারণেই বানারহাটে দমকল কেন্দ্র তৈরির দাবি করেন ভুটান সীমান্তের বাসিন্দারা। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনও পরিষ্কারভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছিল।
সুরজিৎ দে