শিলিগুড়ির ছেলে হয়ে নিজের শহরের প্রতি অন্যরকম দায়বদ্ধতা তাঁর। মানুষের সমস্যার কথা শোনা থেকে তাঁদের পাশে দাঁড়ানো, সবকিছুতেই এগিয়ে আসতে চাইছেন এই প্রার্থী। নিজের ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। তিনি নিজেই স্বীকার করেন ওয়ার্ডের সমস্যা নিয়ে। তবে, তিনি এই সব সমাধান করবেন, এও জানান। যানজট সমস্যা শিলিগুড়ির মাথাব্যথা। সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে তৃণমূল, জানান রঞ্জন সরকার।
advertisement
আজ রঞ্জন সরকারের সঙ্গে তাঁর প্রচারের সঙ্গী হলাম আমরা, নিউজ ১৮ লোকাল। কী বললেন তিনি? কী চান ওয়ার্ডবাসী? কতটা প্রস্তুত তাঁরা? আশাবাদীই বা কতটা? দেখুন ভিডিও
Location :
First Published :
February 07, 2022 7:36 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Ranjan Sarkar Exclusive: 'আমরা প্রস্তুত'! মুখে হাসি নিয়ে প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী রঞ্জন সরকার, দেখুন ভিডিও