TRENDING:

Hepatitis at a rise in Siliguri: হেপাটাইটিস নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ, স্বাস্থ্য দফতরের বৈঠক শিলিগুড়িতে 

Last Updated:

রাজ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় অনুষ্ঠিত হয় বৈঠক। এদিন মূলত কীভাবে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তা নিয়েই আলোচনা সারেন উপস্থিত স্বাস্থ্য আধিকারিকেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: রাজ্যে হেপাটাইটিস রোগের সংক্রমণের গ্রাফ বর্তমানে ঊর্ধ্বমুখী। সেই নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর। দ্রুত এই রোগকে নিয়ন্ত্রণে আনতে রাজ্যর সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে শুরু হয়েছে রিভিউ মিটিং। এদিন এমনই রাজ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় অনুষ্ঠিত হয় বৈঠক। এদিন মূলত কীভাবে এই রোগটিকে নিয়ন্ত্রনে রাখা সম্ভব তা নিয়েই আলোচনা সারেন উপস্থিত স্বাস্থ্য আধিকারিকেরা।
advertisement

জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক ডাঃ সুশান্ত রায় জানান, প্রাথমিকভাবে অন্তঃসত্ত্বা মা ও সদ্যজাত শিশু ও স্বাস্থ্য কর্মীদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই হেপাটাইটিস রোগটি স্বাস্থ্য কর্মী, মা ও শিশুর থেকেই বাড়ছে বলে প্রাথমিক অনুমান। সেই কারণে অন্তঃসত্ত্বা মা কিংবা স্বাস্থ্য কর্মীদের বিষেশভাবে সচেতন থাকার একজন চিকিৎসক হিসেবে পরামর্শ থাকবে। তিনি বলেন, 'শারীরিক অসুস্থতাকে এরিয়ে চললে হবে না। সতর্ক থেকে আমাদের সকলকেই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। মূলত মা ও শিশুদের এই রোগ দেখা যায়। তাই তাঁদের সতর্ক থাকতে বলা হচ্ছে। শারীরিক কোনও অসুবিধা হলে তাঁরা চিকিৎসকের পরামর্শ নিতে পারবে। নয়ত এই রোগ বৃহৎ আকার ধারণ করতে বেশি সময় নেয় না।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এদিন বলেন, 'গোটা দেশ থেকে শুরু করে রাজ্য এবং জেলায় এই হেপাটাইটিস রোগের সংখ্যা উপরের দিকে উঠছে। যৌনপল্লী এলাকায় এই রোগের সংখ্যা বেশি। আমরা সকলকে সচেতন করতে চাইছি। এভাবেই সম্ভব, এই রোগকে রোখা। আমরা চাই হেপাটাইটিস মুক্ত শহর গড়ে উঠুক। সকলেই সুস্থ থাকুক। এই উদ্দেশ্যেই এদিনের বৈঠক ও আলোচনা।'

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Hepatitis at a rise in Siliguri: হেপাটাইটিস নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ, স্বাস্থ্য দফতরের বৈঠক শিলিগুড়িতে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল