জলপাইগুড়ির জল্পেশ মন্দির গোটা উত্তরবঙ্গেজুড়ে বিখ্যাত। নিরাপত্তার কথা মাথায় রেখে আদালত মন্দির চত্বরে শ্রাবণী মেলা বসার অনুমতি দিলেও ভক্তদের ভেতরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। পুণ্যার্থীরা মন্দিরের বাইরে জল ঢালছেন এবং সেই জল পাইপে করে গিয়ে শিবলিঙ্গের মাথায় পড়ছে, এই গোটা দৃশ্য মন্দিরে বাইরে লাগানো জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠছে। তা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে সবাইকে।
advertisement
আরও পড়ুন: খাবারের সন্ধানে এসে চা শ্রমিকের বাড়ি গুঁড়িয়ে দিল হাতি!
এদিকে হাইকোর্টের নির্দেশ থাকলেও দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে না পেরে হতাশ। তাঁদের আক্ষেপ, এতো কষ্ট করে এসেও বাবার দর্শন পেলাম না। এইভাবে পুজো দিয়ে মন ভরছে না বলে জানিয়েছেন অনেকে। তাছাড়া বাইরে থেকে ঢালা জল পাইপের মাধ্যমে গিয়ে ঠিক করে শিবলিঙ্গের মাথায় পড়ছে কিনা তা নিয়েও সংশয়ে ভুগছেন কেউ কেউ।
শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে রবিবার রাত থেকে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। কিন্তু যাতায়াতের পথ শরু হওয়ায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা করে গত বছর এক পুণ্যার্থীই কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন। সেই মামলাতেই আদালত সব কিছু খতিয়ে দেখে শ্রাবণ মাসে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
সুরজিৎ দে