TRENDING:

Jalpaiguri News: হাইকোর্টের নির্দেশে গর্ভগৃহে ঢোকা বন্ধ শিব ভক্তদের, জল্পেশে বাইরেই ঢালা জল পাইপ বেয়ে পড়ছে মহাদেবের মাথায়!

Last Updated:

দুর্ঘটনার আশঙ্কায় কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের গর্ভগৃহে শিব ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শিব ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় জলপাইগুড়ির জল্পেশ মন্দির। ময়নাগুড়িতে অবস্থিত এই মন্দিরের প্রতিবছর শ্রাবণ মাসে সোমবার করে উপচে পড়ে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছরের মতো এবারও জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারলেন না পুণ্যার্থীরা। আদালতের নির্দেশে মন্দিরের বাইরে জল ঢালতে হচ্ছে সবাইকে। পাইপের মাধ্যমে সেই জল গর্ভগৃহে গিয়ে সরাসরি পড়ছে শিবলিঙ্গের মাথায়।
advertisement

জলপাইগুড়ির জল্পেশ মন্দির গোটা উত্তরবঙ্গেজুড়ে বিখ্যাত। নিরাপত্তার কথা মাথায় রেখে আদালত মন্দির চত্বরে শ্রাবণী মেলা বসার অনুমতি দিলেও ভক্তদের ভেতরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। পুণ্যার্থীরা মন্দিরের বাইরে জল ঢালছেন এবং সেই জল পাইপে করে গিয়ে শিবলিঙ্গের মাথায় পড়ছে, এই গোটা দৃশ্য মন্দিরে বাইরে লাগানো জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠছে। তা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে সবাইকে।

advertisement

আরও পড়ুন: খাবারের সন্ধানে এসে চা শ্রমিকের বাড়ি গুঁড়িয়ে দিল হাতি!

এদিকে হাইকোর্টের নির্দেশ থাকলেও দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে না পেরে হতাশ। তাঁদের আক্ষেপ, এতো কষ্ট করে এসেও বাবার দর্শন পেলাম না। এইভাবে পুজো দিয়ে মন ভরছে না বলে জানিয়েছেন অনেকে। তাছাড়া বাইরে থেকে ঢালা জল পাইপের মাধ্যমে গিয়ে ঠিক করে শিবলিঙ্গের মাথায় পড়ছে কিনা তা নিয়েও সংশয়ে ভুগছেন কেউ কেউ।

advertisement

View More

শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে রবিবার রাত থেকে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। কিন্তু যাতায়াতের পথ শরু হওয়ায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা করে গত বছর এক পুণ্যার্থীই কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন। সেই মামলাতেই আদালত সব কিছু খতিয়ে দেখে শ্রাবণ মাসে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাইকোর্টের নির্দেশে গর্ভগৃহে ঢোকা বন্ধ শিব ভক্তদের, জল্পেশে বাইরেই ঢালা জল পাইপ বেয়ে পড়ছে মহাদেবের মাথায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল