TRENDING:

Zookeeper Eaten by Lions: বান্ধবীকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের

Last Updated:

Zookeeper Eaten by Lions: উজবেকিস্তানে প্রেমিকাকে মুগ্ধ করতে সিংহের খাঁচায় প্রবেশ করেছিল  চিড়িয়াখানার কর্মী। বোকামির ফল ভুগতে হল তাকে। চিড়িয়াখানার কর্মীকে মেরে খেল সিংহ। বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পার্কেন্ট: সোশ্যাল মিডিয়ায় একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে সিংহ দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই ব্যক্তি পারকেন্ট, উজবেকিস্তানের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় কর্মরত ছিলেন। প্রেমিকাকে মুগ্ধ করতে তিনি সিংহের খাঁচায় প্রবেশ করেছিলেন, তবে এই কাজই তাকে জীবন দিতে বাধ্য করে।
প্রেমিকাকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের
প্রেমিকাকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের
advertisement

মিররের রিপোর্ট অনুযায়ী, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম এফ ইরিসকুলভ, যিনি নাইট শিফটে কাজ করার সময় ভোর ৫টায় সিংহের ডেরায় প্রবেশ করেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা! নতুন বছরের প্রথম দিনই আমেরিকায় দুষ্কৃতির তাণ্ডব, ১০ জনকে পিষল গাড়ি, চলল গুলি, আহত একাধিক, দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যায়, তিনি তালা খুলে সিংহদের কাছে হাঁটছেন। প্রথমে মনে হচ্ছিল সিংহরা তাকে আক্রমণ করবে না, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণীগুলো তার দিকে এগিয়ে আসে। তিনি এক সিংহকে “সিম্বা” বলে ডেকে তাদের শান্ত থাকার কথা বলেন।

advertisement

সিংহদের ঘিরে থাকার পরেও ইরিসকুলভ আত্মবিশ্বাসের সাথে ক্যামেরা ঘুরিয়ে নিজের মুখ দেখান। এক সিংহ তার কাছে এলে তিনি সেটিকে স্পর্শ করেন, বোঝাতে যে তাদের সঙ্গে তার পরিচয় রয়েছে। এরপর ভিডিওটি ভয়ঙ্কর মোড় নেয়, যখন এক সিংহ তাকে আক্রমণ করে।

আরও পড়ুন: বছরের শেষে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা থেকে রক্ষা! আর একটু হলেই…দেখুন ভিডিও

advertisement

প্রাণীগুলো তাকে জব্দ করার সময় তিনি উচ্চস্বরে চিৎকার করেন, আর ক্যামেরা তখনও রেকর্ড করতে থাকে। ভিডিওটি কালো পর্দায় ম্লান হয়ে যায়, তবে তার ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তিনি “শান্ত হও, শান্ত হও,” বলে শোনা যান। তার শেষ মুহূর্তগুলো ক্যামেরায় অজান্তেই ধরা পড়ে। মিররের রিপোর্ট অনুযায়ী, সিংহেরা তার মুখের চামড়া ছিঁড়ে ফেলে।

advertisement

সরকারি বিবৃতি অনুযায়ী, “সিংহেরা তাকে মেরে ফেলে এবং তার শরীরের একটি অংশ খেয়ে ফেলে।” এই ভয়ঙ্কর ঘটনার পর উদ্ধারকারীরা একটি সিংহকে গুলি করে মেরে ফেলে এবং বাকি দুটিকে অচেতন করে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অভ্যন্তরীণ বিষয়ক দপ্তর জানায়, “গৃহীত ব্যবস্থার ফলে সিংহগুলোকে বিশেষ খাঁচায় ফেরত পাঠানো হয়েছে। কাছাকাছি অন্য কেউ আহত হয়নি। স্থানীয় জনগণের জন্য এখন কোনো বিপদের আশঙ্কা নেই।”

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Zookeeper Eaten by Lions: বান্ধবীকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল