TRENDING:

Toxic Fungus: ‘কোভিডের থেকেও ১০ গুণ ভয়ঙ্কর’, হু হু করে ছড়াচ্ছে, বিষাক্ত ছত্রাক নিয়ে ভয়ে কাঁপছেন বিশেষজ্ঞরা, জানুন কী বলছেন?

Last Updated:

Toxic Fungus: China Is Going To War-এর লেখক গর্ডন জি চ্যাং সাবধান করে জানান যে, এই ঘটনার পরেও যদি আমেরিকা চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিষাক্ত ছত্রাক পাচার হয়েছে বলে সম্প্রতি এমনই গুরুতর অভিযোগ উঠেছে। আর তারপরেই কৃষি সন্ত্রাসের আশঙ্কার বিষয়ে সতর্ক করলেন চিন বিষয়ক এক উচ্চপদস্থ বিশেষজ্ঞ। তাঁর মতে, এটা করোনাভাইরাসের থেকেও ভয়ঙ্কর কিছু।China Is Going To War-এর লেখক গর্ডন জি চ্যাং সাবধান করে জানান যে, এই ঘটনার পরেও যদি আমেরিকা চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ফক্স নিউজের কাছে তিনি বলেন যে, এটা বন্ধ করার একমাত্র উপায় হল, চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আর আমি জানি, মানুষ এটাই ভাববেন যে, বিষয়টা চরম। কিন্তু আমাদের আর কিছু করার নেই।
News18
News18
advertisement

যদিও কৃষি বিশেষজ্ঞরা এই সংক্রান্ত দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে, শস্যের ছত্রাক কোনও বিপদের আশঙ্কা নির্দেশ করছে। কারণ এটা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। আর এটা খাদ্য সুরক্ষার ঝুঁকির জন্য দায়ী। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, তারা বলেছে, এটি কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র হিসেবে কার্যকর হবে না। বরং এটাকে ছত্রাকনাশক, প্রতিরোধী গমের প্রজাতি এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে।

advertisement

আরও পড়ুন-জুনেই লাগবে ‘লটারি’…! সূর্য-গুরুর রাজকীয় চালে ৫ রাশি ‘কোটিপতি’, ভাসবেন টাকার সাগরে, খুলবে ভাগ্যের দরজা

গবেষণার জন্য Fusarium graminearum আমেরিকায় পাচার করে আনার অভিযোগ উঠেছে দুই চিনা নাগরিকের বিরুদ্ধে। এফবিআই-এর একটি ক্রিমিনাল অভিযোগে জানা গিয়েছে যে, চিনের গবেষক ৩৪ বছর বয়সী জুনইয়ং লিউ গত বছর জুলাইয়ে নিজের প্রেমিকা ৩৩ বছর বয়সী ইয়ুংগিং জিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন আমেরিকায়। সেই সময় ওই ছত্রাকটি সেখানে নিয়ে গিয়েছিলেন তিনি।

advertisement

ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর তরফে জানানো হয়েছে যে, ছত্রাক হল একটি বিপজ্জনক বায়োলজিক্যাল প্যাথোজেন। এটাকে কৃষিক্ষেত্রের সন্ত্রাসের হাতিয়ার বলে ব্যবহার করা যেতে পারে। একটি বিবৃতিতে দাবি, এই ছত্রাক কিছু কিছু শস্যের হেড ব্লাইট-এর জন্য দায়ী হতে পারে। প্রত্যেক বছর কয়েক বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির জন্যও তা দায়ী হতে পারে।

সব সময় যুদ্ধের মনোভাব শি জিনপিংয়ের:

advertisement

ফক্স নিউজের কাছে চ্যাং বলেন যে, ওই যুগলকে গুয়ান্তানামোয় পাঠানো উচিত। প্রসঙ্গত গুয়ান্তানামো আসলে কুখ্যাত মার্কিন সেনা ঘাঁটি। যেখানে ৯/১১-র সন্ত্রাসবাদী হামলার পর অত্যাচার করা হত। ওই বিষয়ে তিনি আরও বলেন যে, এটি আমেরিকার বিরুদ্ধে চিনের যুদ্ধ শুরু করার প্রায় সমান।

ওই বিশেষজ্ঞ আরও বলেন, এই ছত্রাকটি কোভিড-১৯-এর তুলনায় ভয়াবহ হয়ে উঠতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এর দ্বারা ব্যাপক ভাবে আক্রান্ত হতে পারে। SARS-CoV-2-এর উৎস নিয়ে বিতর্ক থাকতে পারে। কারণ বহু বিশেষজ্ঞ বলছেন যে, এটা চিনা পরীক্ষাগারে তৈরি করা হয়ে ছাকতে পারে।

advertisement

আরও পড়ুন-জুনেই খুলবে ভাগ্য…! ১৮ বছর পর কেতু-বুধের বিরল সংযোগ! টাকার খনিতে ৫ রাশি, ধন-সম্পদের ফোঁয়ারা, পাবে কুবেরের ধন

চ্যাং আরও জানান যে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সব সময় আমেরিকার সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা বলেন এবং চিনা সমাজকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধও করেন। ২০১৯ সালের মে মাসে পিপলস ডেলি-তে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল, যেখানে আমাদের বিরুদ্ধে রীতিমতো জনযুদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমরা আমেরিকান। তাই আমরা মনে করি যে, আমাদের শত্রুভাবাপন্ন শাসকদের প্রচার উপেক্ষা করার অধিকার আছে। কিন্তু একটি কমিউনিস্ট দলের জন্য এই বাক্যাংশটির দুর্দান্ত এক প্রতিধ্বনি রয়েছে। তাদের তীব্র আমেরিকা-বিরোধী মনোভাব দিয়ে তারা যা করছে, সেটা আমাদের দেশে হামলা চালানোর যুক্তি তৈরি করছে। এর অর্থ হল, উদাহরণস্বরূপ, এই যুগলকে গুয়ান্তানামোতে পাঠানো উচিত।

অস্ত্র হিসেবে দারুণ কার্যকর…:

রয়টার্সের তরফে কৃষি বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে তাঁরা বলেন যে, এক শতকেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে এই ছত্রাক। কীটনাশক স্প্রে করে তা প্রতিরোধ করা যেতে পারে। তবে নিয়মিত ভাবে তা বেশি পরিমাণে ছড়ানো হলে ভয়ঙ্কর বিপজ্জনক আকার ধারণ করতে পারে। আরবানা-চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্সেস অধ্যাপক, হুইট ব্রিডার এবং জেনেটিসিস্ট জেসিকা রুৎকোস্কি বলেন যে, অস্ত্র হিসেবে কিন্তু এটি বেশ কার্যকর হয়ে উঠতে পারে।

রুৎকোস্কি এবং অন্যান্য গবেষকরা বলেছেন যে, ছত্রাকের বিষের জন্য ব্যাপক পরীক্ষা, ছত্রাকনাশকের ব্যাপক ব্যবহার এবং ইচ্ছাকৃত ভাবে রোগ জীবাণু দিয়ে সংক্রমণ তৈরির অসুবিধা এটিকে একটি আজব অস্ত্র করে তুলবে। বিশেষজ্ঞরা বলেন যে, মার্কিন কৃষকরা এই ছত্রাকটির সঙ্গে মোকাবিলা করছেন। এই ছত্রাক সাধারণ Fusarium হেড ব্লাইটের জন্য দায়ী। যা সেই ১৯০০-র দশক থেকে স্ক্যাব নামে পরিচিত। রয়টার্স জানাচ্ছে যে, ছত্রাক বৃষ্টির মরশুমে গম, বার্লি এবং অন্যান্য শস্যে সংক্রমণ ঘটায় ছত্রাক। ভমিটক্সিন নামক ছত্রাকের একটি বিষাক্ত উপজাত শস্য উত্তোলনকারীর মাধ্যমে পরীক্ষা করা হয় এবং কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয়।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Toxic Fungus: ‘কোভিডের থেকেও ১০ গুণ ভয়ঙ্কর’, হু হু করে ছড়াচ্ছে, বিষাক্ত ছত্রাক নিয়ে ভয়ে কাঁপছেন বিশেষজ্ঞরা, জানুন কী বলছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল