TRENDING:

বিশ্বের বৃহত্তম, ১৫৩ কেজি ওজনের সিঙারা ভেঙে দিল সব রেকর্ড

Last Updated:

বিশ্বের বৃহত্তম, ১৫৩ কেজি ওজনের সিঙারা ভেঙে দিল সব রেকর্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #লন্ডন: ১৫৩ কেজি ওজনের দৈত্যাকৃতি সিঙারা ৷ এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে আদায় করে নিল বিশ্বের বৃহত্তম সিঙারার তকমা ৷
advertisement

ময়দার খোলের ভিতর আলুর তরকারির পুর ৷ বাঙালি, বিহারী নির্বিশেষে ভারতীয়দের অতি প্রিয় মুখরোচক তেলেভাজা এই সিঙারা ৷ কিন্তু বিশ্বের বৃহত্তম সিঙারাটি তৈরি হল সুদূর লন্ডনে ৷ মুসলিম এইড ইউকে চ্যারিটির ১২জন স্বেচ্ছাসেবী মিলে তৈরি করেন এই ১৫৩.১ কেজি ওজনের সিঙারা, যা ৩,৮২৮টি সাধারণ সিঙারার সমান ৷

প্রায় ১৫ ঘণ্টা পরিশ্রমের পর তৈরি হয় দৈত্য সিঙারা ৷ সাধারণ সিঙারার মতোই এই সিঙারাতেও ময়দার ত্রিকোণ খোলের মধ্যে পুর হিসেবে ছিল আলু-পেঁয়াজ-মটরশুঁটি দিয়ে তৈরি সুস্বাদু তরকারি ৷ পূর্ব লন্ডন মসজিদের ভ্যাটে সিঙারাটি তৈরি করার পর সবচেয়ে শক্ত কাজ ছিল এটিকে ভাজা ৷

advertisement

১২জন স্বেচ্ছাসেবক মিলে খুব সাবধানে গরম তেলে সফলভাবে ভেজে তোলে সিঙারাটি ৷ গোটা প্রক্রিয়াটি চলাকালীন উপস্থিত ছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মীরা ৷

এই সিঙারা তৈরির টিমের এক সদস্য ফরিদ ইসলাম নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘মনে হচ্ছিল এই বুঝি পড়ে গিয়ে পুরো সিঙারাটা নষ্ট হয়ে যাবে ৷ অথবা ভাজার সময় নাড়তে গিয়ে ভেঙে গেলে পুরো ১৫ ঘণ্টার পরিশ্রম পণ্ড ৷ শুধু আকারে নয়, স্বাদেও এটিকে সেরা তৈরি করাটাও আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল ৷’

advertisement

এর আগে জুন মাসে ১১০.৮ কেজির একটি সিঙারা তৈরি করে বৃহত্তম সিঙারার তকমা জিতে নিয়েছিল ব্র্যাডফোর্ড কলেজ ৷ সেই রেকর্ড এদিন ভেঙে দিল ১৫৩ কেজি ওজনের এই মুখরোচক তেলেভাজা ৷ পরে এই সিঙারাটি ভেঙে স্থানীয় গৃহহীন, ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বের বৃহত্তম, ১৫৩ কেজি ওজনের সিঙারা ভেঙে দিল সব রেকর্ড