রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাবে জইশ প্রধানকে কালো তালিকাভূক্ত করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাবও দেওয়া হয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে ভারত আর্জি জানিয়েছে, জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নিক৷ হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে ভারত ও পাকিস্তান-- উভয় পক্ষকেই যুদ্ধ আবহ থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসার আর্জি জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে গভীর চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমরা উভয় পক্ষকেই বলছি, এই টেনশন কমানোর জন্য জরুরি পদক্ষেপ করা হোক৷'
advertisement
পাকিস্তানের হাতে আটক ভারতের পাইলটের সঙ্গে কোনও রকম শাস্তিমূলক আচরণ না-করার জন্য আবেদন জানানো হয়েছে পাকিস্তানকে৷ পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আটক পাইলটের সঙ্গে সেনার আইন অনুযায়ীই ব্যবহার করা হবে৷ অন্যদিকে এ দিন পুঞ্চ ও নাকিয়াল সেক্টরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ করে গুলি চালায় পাকিস্তান সেনা৷ এখনও গোলাগুলি চলছে৷
আরও ভিডিও: সীমান্তে চড়ছে পারদ,সামরিক শক্তিতে এগিয়ে কে?