TRENDING:

কেরিয়ারের শেষ ১০০ মিটারে ব্রোঞ্জ বোল্টের

Last Updated:

জীবনের শেষ রেসে বিশেষ সুবিধা করতে পারলেন না উসেইন বোল্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: জীবনের শেষ রেসে বিশেষ সুবিধা করতে পারলেন না উসেইন বোল্ট ৷ বিশ্বের দ্রুততম হিসেবে আর কেরিয়ার শেষ করা হল না জামাইকার তারকার ৷ লন্ডনে জীবনের শেষ ১০০ মিটার দৌড়ে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গেলেন কিংবদন্তি এই অ্যাথলিট। তৃতীয় হয়ে ট্র্যাক ছাড়তে হল তাঁকে।
advertisement

৯.৯৫ সেকেন্ড সময় করে রেসে তৃতীয় স্থান পেলেন উসেইন বোল্ট ৷ প্রথম স্থানে আমেরিকার জাস্টিন গ্যাটলিন ৷ ৯.৯২ সেকেন্ডে শেষ করলেন দৌড় ৷

দ্বিতীয় আমেরিকারই কোলম্যান, ৯.৯৪ সেকেন্ড সময় করলেন তিনি ৷ তৃতীয় হলেও বোল্টকে ঘিরে আবেগে ভাসল লন্ডন-সহ গোটা বিশ্বই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কেরিয়ারের শেষ ল্যাপ নামার আগে হিটেও অবশ্য খুব একটা ভাল ফল করেননি বোল্ট। দশ হাজার মিটারে সোনা জিতলেন ঘরের ছেলে মো ফারহা। অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম দিন থেকেই ফোকাসটা ছিল শুধু বোল্টের  উপরেই। ১০০ মিটার হিটে নিজের সেরা সময়টা দিতে পারেননি। ১০.০৭ সেকেন্ডে শেষ করেছিলেন ১০০ মিটার। যা বোল্টের নিজের সেরা সময় থেকে অনেক দূরে। ফাইনালেও একই অবস্থা হল জামাইকান মহাতারকার ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
কেরিয়ারের শেষ ১০০ মিটারে ব্রোঞ্জ বোল্টের