TRENDING:

যুদ্ধে বিধ্বস্ত আলেপ্পো, ধর্ষিতা হওয়ার বদলে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন আলেপ্পোর মহিলারা

Last Updated:

সমাপ্তি ঘটল আলেপ্পোর বিদ্রোহীদের বিদ্রোহের ৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল-আসাদের সেনাদের সঙ্গে সমাঝোতাতেই পথ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেইরুট: সমাপ্তি ঘটল আলেপ্পোর বিদ্রোহীদের বিদ্রোহের ৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল-আসাদের সেনাদের সঙ্গে সমাঝোতাতেই পথ বেছে নিল আলেপ্পোর বিদ্রোহীরা ৷ ইতিমধ্যেই বিদ্রোহের জেরে আলেপ্পোর রাস্তায় দিয়ে শহর ছেড়েছে প্রচুর মৃতদেহ ৷ তবে যারা রয়েছেন বেঁচে, তাঁদের ভয় শরণার্তির নামে হয়তো মৃত্যুদণ্ডই জুটবে কপালে ৷
advertisement

আলেপ্পোর বাসিন্দারা জানিয়েছে, সিরিয়ার সেনারা তালিকা তৈরি করছে বিদ্রোহীদের পরিবারের ৷ পরিবারের কেউ যদি বিদ্রোহীর তালিকায় না থাকে, তাহলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে ৷ তবে মহিলারা পাচ্ছে না নিস্তার ৷ সেনাদের হাতে ধর্ষন হতে হচ্ছে আলেপ্পোর বহু মহিলাদের ৷ শুধু তাই নয়, প্রচুর শিশুকে অকালেই দিতে হচ্ছে প্রাণ৷ এই কারণেই আলেপ্পোর মহিলারা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ ৷ সেনাদের হাতে ধর্ষনের থেকে আত্মহত্যাকেই বেশি সম্মানের বলে মনে করছে আলেপ্পোর মহিলারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাষ্ট্রসঙ্ঘের খবর অনুযায়ী, সিরিয়া ও ইরাকের সেনা মিলিতভাবে পূর্ব আলেপ্পোয় হত্যালীলা চালাচ্ছে ৷ গত কয়েকদিনে শিশু ও মহিলা মিলিয়ে ৮২ জনকে হত্যা করেছে সিরিয়ার সেনারা ৷ ধর্ষিত হচ্ছে আলেপ্পোর বহু মহিলা ৷ আসাদ বাহিনীর বিরোধীরা ইতিমধ্যেই সেনার বিরুদ্ধে অত্যাচার এবং জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদানের অভিযোগ তুলেছে। যদিও সরকারি সূত্রে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
যুদ্ধে বিধ্বস্ত আলেপ্পো, ধর্ষিতা হওয়ার বদলে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন আলেপ্পোর মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল