TRENDING:

উর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নামলেন প্রতিবাদী মার্কিন নারী-পুরুষরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: সমান অধিকারের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে উর্ধ্বাঙ্গ নঙ্গ করে হাঁটলেন শতাধিক মহিলা ৷ ওয়াশিংটন থেকে একাধিক শহরে ঘটল এই প্রতিবাদ ৷
advertisement

এই মিছিলে কিছু পুরুষও তাঁদের সঙ্গে উর্ধ্বাঙ্গে কোনও পোশাক না পরে হাঁটেন ৷ সামাজিক জীবন ও কর্মক্ষেত্র শুধুমাত্র ‘মহিলা’ হওয়ার জন্য তাঁদের একাধিক বৈষম্যের শিকার হতে হয় ৷ তারই প্রতিবাদে ছিল এই পদক্ষেপ ৷ তাঁদের বার্তা ছিল শারীরিক গঠনে কিছু পার্থক্য থাকার জন্য কেন এই দ্বিচারিতার শিকার তাদের হতে হবে ৷

advertisement

‘গো টপলেস ’ ক্যাম্পেনে এদিন ২০ টি শহরে আয়োজিত হয়েছিল প্রতিবাদ ৷ যদিও এবার আমেরিকা থেকে এই বিদ্রোহ অন্য দেশেও ছড়িয়ে দিতে চাইছেন আয়োজকরা ৷ জার্মানি, কানাডা, চিলি , কলম্বিয়াতে এই ধরণের মুভমেন্ট হবে ৷

আরও পড়ুন -এশিয়ান গেমসে ইতিহাস সিন্ধুর , পৌঁছলেন ফাইনালে

আমেরিকার নিউইয়র্ক প্রথম শহর হিসেবে এই নীতি পাস করা হয়, যে মহিলারা সন্তানকে প্রকাশ্যে দুধ পান করাতে পারবেন ৷ এই প্রতিবাদে অংশ নেওয়া মহিলারা এও জানিয়েছেন, লিঙ্গবৈষম্য দূর করতে এই পথ নিয়েছি ৷ এটাই বোঝাতে চাই নগ্নতা আর যৌনতা কখনই এক নয় ৷ মহিলাদের শারীরিক সৌন্দর্যকে প্রশংসা করতে তাঁকে ছোট করতে হয় না ৷ না মানে না৷ ’’

advertisement

Photo Courtesy : Alberto Ryees

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রতিবছরই এই প্রতিবাদ আয়োজন হয় ৷ আয়োজকদের মত সমাজের মত নিজের থেকে না বদলালে তা বদলে দিতে হয় ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
উর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নামলেন প্রতিবাদী মার্কিন নারী-পুরুষরা