TRENDING:

Viral Video: সম্পূর্ণ নগ্ন, শরীরে একটা সুতোও নেই! বিমানবন্দরে তাণ্ডব মহিলার...গায়ে গেঁথে দিল পেন্সিল, রক্তে ভাসল সব

Last Updated:

ভেনাস, অর্থাৎ, প্রেম ও সৌন্দর্যের গ্রিক দেবী হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছিলেন ওই মহিলা৷ বিমানবন্দরের দুই কর্মী এর মাঝে তাঁকে আটকাতে গেলে হাতে থাকা সূচালো পেনসিল দিয়ে তাঁদের গায়ে গেঁথে দেন ওই মহিলা৷ পরে এক রেস্তোরাঁর ম্যানেজারকেও কামড় দেন বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টেক্সাস: বিমানবন্দরে ঢুকে হঠাৎই নিজের জামাকাপড় খুলতে শুরু করে দিলেন এক মহিলা৷ তারপর সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়াতে থাকলেন গোটা চত্বরে৷ এখানেই শেষ নয়, তারপরেই অদ্ভুত আচরণ করতে শুরু করলেন ওই মহিলা৷ জল ছুঁড়তে থাকলেন যাত্রীদের গায়ে৷ এমনকি, বিমানবন্দরের কর্মীরা তাঁকে আটকাতে গেলে তাঁদের উপরে সূচালো পেনসিল নিয়ে চড়াও হলেন, গেঁথে দিলেন গায়ে৷ টেক্সাস বিমানবন্দরের এ হেন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, সামান্থা পালমা নামের ওই মহিলা গত ১৪ মার্চ ডালাস ফোর্থ ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকেন৷ ঢোকার কিছুক্ষণ পরেই জামাকাপড় খুলে শুরু করেন উন্মাদের মতো আচরণ৷ বিকট অঙ্গভঙ্গি করে নাচতে থাকেন বিমানবন্দরের মধ্যে৷ তা-ও নগ্ন অবস্থায়৷ এমনকি, বিমানবন্দরে থাকা একটি টেলিভিশনও ভেঙে দেন তিনি৷ কেউ কিছু বললেই চিৎকার করে বলতে থাকেন, ‘‘আমি ভেনাস!’’

advertisement

আরও পড়ুন: যত টাকা আসছে, ততগুলো বাড়ি হচ্ছে কি? কিস্তি পাওয়ার পরেও কেনা হয়নি ইট-বালি…পঞ্চায়েতের রিপোর্টে এবার নড়েচড়ে বসল নবান্ন

ভেনাস, অর্থাৎ, প্রেম ও সৌন্দর্যের গ্রিক দেবী হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছিলেন ওই মহিলা৷ বিমানবন্দরের দুই কর্মী এর মাঝে তাঁকে আটকাতে গেলে হাতে থাকা সূচালো পেনসিল দিয়ে তাঁদের গায়ে গেঁথে দেন ওই মহিলা৷ পরে এক রেস্তোরাঁর ম্যানেজারকেও কামড় দেন বলে জানা গিয়েছে।

advertisement

advertisement

আরও পড়ুন: আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, উষ্ণতায় কাটবে ইদের দিনও

ভিডিওয়োয় দেখা যায়, একজন পালমাকে একটি কোটও এগিয়ে দিচ্ছেন, যা দেখে নগ্ন মহিলাটি দৌড়ে পালিয়ে যাচ্ছেন এবং এলোমেলো ব্যক্তিদের দিকে তাকিয়ে “তুমি কে?” বলে চিৎকার করেন।

advertisement

টিএমজেড সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই সব তাণ্ডবের পরে পুলিশ ওই মহিলাকে টার্মিনাল ডি-এর গেট ডি১-এ একটি ইমারজেন্সি ডোরের আড়ালে লুকিয়ে থাকতে দেখে। প্রতিবেদন অনুসারে, সেই সময় মহিলার গোটা গা রক্তে ভেজা ছিল, কিন্তু, সেই রক্ত তার নিজের ছিল না।

অনেক কষ্টে শেষে পালমাকে হেফাজতে নেয় পুলিশ৷ পুলিশের কাছে পালমা দাবি করেছেন, তিনি সেদিন ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন যে তিনি তার ৮ বছরের মেয়ের সাথে বিমানবন্দরে এসেছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, পালমা নিজেকে ডিজনি রাজকুমারী এরিয়েল এবং পোকাহোন্টাস বলেও পরিচয় দিয়েছিলেন ওইদিন।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: সম্পূর্ণ নগ্ন, শরীরে একটা সুতোও নেই! বিমানবন্দরে তাণ্ডব মহিলার...গায়ে গেঁথে দিল পেন্সিল, রক্তে ভাসল সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল