প্রথম সারির বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় তদন্তভিত্তিক সাংবাদিকতা করেন রোজিনা ইসলাম। পেশার সূত্রেই সোমবার বেলা সাড়ে তিনটের সময় রোজিনা স্বাস্থ্য মন্ত্রকের কার্যালয়ে গিয়েছিলেন। বর্তমানে গোটা পৃথিবীতেই একটি বড় খবর হল ‘করোনা ভাইরাস’ । স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দাবি, রোজিনা করোনার টিকা নিয়ে রাশিয়া ও চিনের সঙ্গে সম্প্রতি স্বাক্ষর করা চুক্তির নথিপত্র নেওয়ার চেষ্টা করছিলেন। স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব ও একজন পুলিশ কর্মচারীর হাতে ধরা পড়েন তখনই। বরাবরই বিভিন্ন সরকারি মন্ত্রকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে লেখালেখি করেন রোজিনা । অভিযোগ, সেই রাগ থেকেই অনৈতিক ভাবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে ।
advertisement
রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাত থেকে শহবাগ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাংবাদিকরা । অবস্থান বিক্ষোভে বসেন সাংবাদিকদের একাংশ । মঙ্গলবার বিকেলে ঢাকা শহরে বিশাল জমায়েতেরও আয়োজন করা হয়।
বাংলাদেশ ও টলিউডের জনপ্রিয় নায়িকা জয়া আহসান-ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন বাংলাদেশ সরকারের প্রতি । সামনেই বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী । ঠিক তার কিছু মুহূর্ত আগে এমন একটা ঘটনা যেন গভীর অর্থময় এক প্রতীক, এমনটাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নায়িকা ।