৪১ বছর বয়সি রেবেকা ব্রাউন এখন বাঁ চোখে অন্ধ৷ দীর্ঘ পরীক্ষার পরে ডাক্তার তাঁকে জানিয়েছেন, লেন্স পরা অবস্থায় স্নান ও সাঁতার কাটায়, জল পড়ে লেন্সটি চোখে একটি ক্ষত তৈরি করে৷ বারবার জল পড়ে সেই ক্ষতে সংক্রমণ দেখা দিয়েছে৷ ফলে পুঁজ রক্ত জমে গিয়েছে চোখের মণিতে৷
একটি সার্জারি হয়েছে মহিলার৷ তাতে দেখা খুব সামান্য ফিরেছে দৃষ্টিশক্তি৷ তাও বেশ কষ্টকর৷ দিন কয়েক আগে ইংল্যান্ডের এক ফুটবলারের এই ভাবে দৃষ্টি শক্তি চলে গিয়েছে৷ কনট্যাক্ট লেন্সে পরজীবী তৈরি হয়ে চোখে সংক্রমণ হয়ে গিয়েছে৷ তাই ব্রিটেনের ডাক্তাররা চোখের সমস্যায় চশমাকেই গুরুত্ব দিচ্ছেন৷
advertisement
Location :
First Published :
July 22, 2019 10:23 AM IST