জানা গিয়েছে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যেই পজিটিভ রিপোর্টের হার ৩০.৭৭ শতাংশ! বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৩৯ জনের। আক্রান্ত হয়েছিলেন ১৫ হাজার ২৭১ জন। রোগী শনাক্তের হার ছিল ২৯.২১ শতাংশ।
সাম্প্রতিক কালে ওপার বাংলায় বেলাগাম করোনা সংক্রমণের ফলে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৬৭ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন।
advertisement
যদিও দেশে লাগামছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ বাংলাদেশে সর্বাত্মক বিধিনিষেধ চালু ছিল। সে সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল থাকার পর ফের ২৩ জুলাই থেকে আবার দুই সপ্তাহের কঠোর লকডাউন চলছে। কিন্তু সংক্রমণ ও মৃত্যু এখনও লাগামছাড়া।