পাকিস্তানের সাধারণ নির্বাচনে এবার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়েছে ইমরানের পিটিআই ৷ যদিও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি তারা ৷ ২৭২ টি আসনের মধ্যে ১৩৭টি আসন ম্যাজিক ফিগার হলেও শেষপর্যন্ত ১১৮টি আসনে জয়ী হয়েই থেমে যেতে হয় ইমরান খানকে ৷ যদিও তাতে তাঁর প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারেনি ৷
গত ২৫ জুলাই ছিল পাকিস্তানের নির্বাচন ৷ সেই নির্বাচনেই জনমত ও বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী ছিল তেহরিক-ই-ইনসাফের পক্ষে। সময় যত গড়ায়, ততই বাড়তে থাকে ব্যবধান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি অনেকটাই পিছনের সারিতে চলে যায় । তবে, ম্যাজিক ফিগার ছুঁতে না পারার জন্য অন্য রাজনৈতিক দল এবং নিরপেক্ষ পার্লামেন্ট সদস্যদের নিয়েই সরকার গড়তে চলেছে ইমরানের পিটিআই ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2018 2:18 PM IST