TRENDING:

Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা

Last Updated:

Bangladesh Leader: ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ৷ সোমবার এমনই হুমকিমূলক ভাষণ বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর৷

advertisement
ঢাকা: ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ৷ সোমবার এমনই হুমকিমূলক ভাষণ বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর৷ ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’, ভাষণে হুমকি এনসিপি নেতার৷
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
advertisement

ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা-কে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স৷ এর মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম—এই চারটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত রয়েছে, যা এই অঞ্চলের কৌশলগত সংবেদনশীলতাকে আরও স্পষ্ট করে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে আবদুল্লাহ এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন৷

advertisement

আরও পড়ুন: মহাদুর্লভ যোগ! ‘২৬ সালের শুরুতেই একাধিক রাজযোগ, ৩ রাশির জ্যাকপট, নতুন বছরেই সাফল্যে হাতের মুঠোয়

“আমরা বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিগুলোকে আশ্রয় দেব, তারপর ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করব,” মন্তব্য আবদুল্লাহ৷ ভাষণের পর উপস্থিত জনতার একাংশের মধ্যে জোরালো উল্লাস দেখা যায়।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে উত্তর-পূর্ব ভারতে সক্রিয় সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশকে আশ্রয়স্থল, যাতায়াতের পথ ও লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে—বিশেষ করে ১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর দিকে। ওই সময়ে আসাম ও ত্রিপুরার একাধিক বিদ্রোহী সংগঠনের শিবির, নিরাপদ আশ্রয়স্থল বা সহায়তামূলক নেটওয়ার্ক সীমান্তের ওপারে ছিল।

advertisement

আরও পড়ুন: ১৫ বছরে মাকে খুন…পর্দার চেয়েও বেশি নৃশংস ছিলেন আসল রহমান ডাকাত! কার চরিত্রে সাড়া ফেলেছেন অক্ষয় খান্না? গ্যাংস্টারের কাহিনী শুনলে শিউরে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
'নিগনের মন্ডা'খেয়েছেন? নলেন গুড়ের স্বাদ নিতে ছুটে আসে দূর দূরান্তের মানুষ
আরও দেখুন

ত্রিপুরার ক্ষেত্রে, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ)-এর মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বারবার বাংলাদেশের ভেতরে থাকা শিবির ও হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত বলে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো উল্লেখ করেছে। কর্মকর্তাদের মতে, হামলার পর এসব গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর হাত এড়াতে বাংলাদেশে পালিয়ে যেত এবং সেখানে প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের কাজ হত।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল