এই শহরে সম্প্রতি এসেছেন পক্ষী ব্যবসায়ী টিলি৷ ৩৫ বছর বয়সি এই ব্যক্তি পাখি ধরে তার পর বিক্রি করেন৷ তিনি বেশ কয়েক বার কুমিরটিকে দেখেছিলেন রোদ পোহাতে৷ তখনই ঠিক করেন এই যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিতেই হবে৷ একাধিক বারের চেষ্টায় তিনি কুমিরটিকে ফাঁদ পেতে বন্দি করেন৷ সাহায্য করেন দুই বন্ধু৷ তার পর বন্দি অবস্থাতেই তাকে টায়ারমুক্ত করেন৷ এর পর তাকে ছেড়ে দেওয়া হয়৷ জলের প্রাণী ফিরে যায় জলে৷ টিলি ও তাঁর বন্ধুদের সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা৷
advertisement
আরও পড়ুন : আদিগন্ত তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন বরফঢাকা শিমলার স্বর্গীয় রূপ
কী করে একটি মোটরসাইকেলের একটি ব্যবহৃত টায়ার কুমিরটির গলা তথা ঘাড়ে আটকে গিয়েছিল, তা জানা যায়নি৷ বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন হয়তো চামড়ার লোভে ফাঁদ পেতে ধরার চেষ্টা করা হয়েছিল কুমিরটিকে৷ তার পর ধরতে পারা যায়নি৷ কিন্তু টায়ারটি তার গলায় আটকে যায়৷ উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরও একটি আশঙ্কাও৷ তা হল, কুমিরের মতো সরীসৃপ প্রায়ই আবর্জনাপূর্ণ নোংরা জলে যায়৷ সেভাবেই হয়তো টায়ার আটকে গিয়েছিল৷
আরও পড়ুন : এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত গাড়িতে আটকে পড়া কুকুরকে বাঁচিয়ে নেটিজেনদের নয়নের মণি এই আধিকারিক
১৭০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ২০০৭ থেকে ২০১৪ সাল অবধি সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৭৯ টি কুমিরহানার ঘটনা ঘটেছে৷ ২৬৮ টি ক্ষেত্রে আক্রমণ করেছে লবণাক্ত জলের কুমির৷ তার মধ্যে ১৩৫ টি হানা ছিল ভয়ঙ্কর৷