TRENDING:

এই শহরে কেন রাতে এত মানুষ McDonald's-এ ঘুমোতে যান!

Last Updated:

বেশ কয়েক বছর ধরেই হংকংয়ে ২৪ ঘণ্টা ম্যাকডোনাল্ডস আউটলেটগুলিতে সবাই ঘুমোতে যাচ্ছে৷ রাত কাটাচ্ছে দিব্য৷ টেবিলেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হংকং: ম্যাকরেফিউজি৷ শব্দটা শুনেছেন? হংকংয়ে এই শব্দবন্ধটা বহুল প্রচলিত৷ ম্যাকডোনাল্ডস আউটলেটেই এঁরা রাতে ঘুমোতে যান৷ সারা দিন কাটে সেখানেই৷ তাই নাম, ম্যাকরেফিউজি৷ বেশ কয়েক বছর ধরেই হংকংয়ে ২৪ ঘণ্টা ম্যাকডোনাল্ডস আউটলেটগুলিতে সবাই ঘুমোতে যাচ্ছে৷ রাত কাটাচ্ছে দিব্য৷ টেবিলেই৷
advertisement

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মহিলাকে কফির বদলে বাথরুম পরিষ্কার করার ক্লিনিং সলিউশন খেতে দিল ম্যাকডোনাল্ড’স !

কেন বাড়ি ছেড়ে ম্যাকডোনাল্ডস-এ রাত কাটাতে হচ্ছে যুব থেকে বয়স্ক- সবাইকে? ম্যাকডোনাল্ডস-এর খাবারের লোভ? লোভ একটা আছে৷ তবে সেটা খাবারের নয়৷ স্রেফ শারীরিক ক্লন্তি ও শান্তির জন্য৷ এক কথায় বলতে গেলে, শান্তির সুলুকসন্ধান৷ রাতভর তাই ম্যাকডোনাল্ডস-এই বসবাস৷

advertisement

সম্প্রতি একটি সংস্থা এই অদ্ভূত আচরণের কারণ খুঁজতে একটি সমীক্ষা চালায়৷ সংস্থার সমীক্ষায় দেখা যায়, জুন থেকে জুলাইয়ের মধ্যে শহরের ৩৩৪ জন পুরুষ ও মহিলা ম্যাকডোনাল্ডস-এ রাত কাটিয়েছেন৷ কিন্তু হংকংয়ে ১১০টি ম্যাকডোনাল্ডস আউটলেটে যাঁরা রাত কাটাচ্ছেন, তাঁরা কিন্তু বেশির ভাগই হোমলেস নন৷ বাড়িঘর আছে৷ প্রত্যেকেই আয় করেন৷

সমস্যা হল, আর্থিক৷ আর্থসামাজিক পরিস্থিতি৷ ম্যাকডোনাল্ডস-এ রাতা কাটানো ৭০ শতাংশ মানুষ জানাচ্ছেন, তাঁরা খরচ সামাল দিতে পারছেন না৷ বাড়ি থাকলেও বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা থাকে না৷ কেউ বিদ্যুতের বিল দিতে গিয়ে নাজেহাল৷ কারও সমসা গরম৷ এয়ারকন্ডিশনার ব্যবহারের ক্ষমতা নেই৷ হয়তো এমন একটি ছোট ফ্ল্যাটে থাকেন, যেখানে জানলা প্রায় নেই৷ দমবন্ধকর পরিস্থিতি৷ সঙ্গে পারিবারিক অশান্তি তো রয়েইছে৷

advertisement

তাই ভ্যাপসা গরম থেকে বাঁচতে ম্যাকডোনাল্ডস-এর ঠান্ডা ঘরে বসে থেকে শরীর জুড়োচ্ছেন৷ ম্যাকডোনাল্ডস-এ এসি ছাড়াও কম পয়সায় কিছু খেয়েই পেয়ে যাচ্ছেন ফ্রি ওয়াইফাই, বাথরুম৷

আর্থসামাজিক সমস্যায় যে শহরগুলি ধুঁকছে, তার মধ্যে অন্যতম হল হংকং৷ শহরটিতে প্রতি বর্গফুট ঘরের দাম বর্তমানে গড়ে ১ হাজার ৭০০ মারকিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৭ হাজার টাকার কাছাকাছি)৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

৫৫ বছরের এক মহিলা জানাচ্ছেন, তিনি বাড়ি ফেরেন না, কারণ তাঁর স্বামী অত্যাচার করেন৷ আরেক বৃদ্ধার কথায়, 'আমার সন্তান নেই৷ স্বামী মারা গিয়েছে৷ বাড়িতে বড় একা লাগে৷ ভয় লাগে৷' হাং নামে ম্যাকডোনাল্ডস কর্মীর কথায়, 'আমরা দেখছি, বেশির ভাগ মানুষেরই পকেটে টাকা আছে৷ নেই শুধু আত্মার শান্তি৷'

বাংলা খবর/ খবর/বিদেশ/
এই শহরে কেন রাতে এত মানুষ McDonald's-এ ঘুমোতে যান!