আরও পড়ুন- এই দেশে এক প্যাকেট কন্ডোম কিনতে হবে ৬০ হাজার টাকায়! তাতেও দোকানের বাইরে লাইন
অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুতিনের সফরের কিছুক্ষণ পরেই ছয়জন প্রহরীকে নিয়ে শৌচাগারে ঢুকতে দেখা যায় পুতিনকে। ভিডিওতে দেখা যায়, দু’জন প্রহরী দরজা দিয়ে বেরিয়ে আসেন, তার পরে অন্য একজন প্রহরী মল মূত্র ভরা বিশেষ স্যুটকেসটি বয়ে নিয়ে আসেন। তারপর পুতিনকে বেরোতে দেখা যায়, তাঁর সঙ্গে ছিলেন আরও দুই রক্ষী।
advertisement
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান দূতাবাসের মানুষদেরও FSO কঠোরভাবে নির্দেশ দিয়েছিল এই বিষয়টি সম্পর্কে চরম গোপনীয়তা বজায় রাখার জন্য। রাষ্ট্রপতি পুতিন যাতে কোনও চিহ্ন রেখে না যান এবং সবকিছুই যাতে তাঁর সঙ্গে ‘মাতৃভূমিতে’ স্থানান্তরিত হয়, সেই জন্যই এমনটা করা হয়। তবে এতে কিছু চিহ্ন থেকেই গিয়েছে।
আরও পড়ুন- "আগামী 'আচ্ছে দিন' আরও বেশি "আচ্ছে" হতে চলেছে" দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
অভিনেত্রী জুলিয়া লুই-ড্রেফাস একবার ২০২০ সালে স্টিফেন কোলবার্টের সঙ্গে দ্য লেট শো-তে একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। জুলিয়া অস্ট্রিয়ার কুন্সথিস্টোরিচেস মিউজিয়ামে গিয়েছিলেন। সেখানের গাইড জানান যে তাঁদের সফরের আগে রাষ্ট্রপতি পুতিন একটি ব্যক্তিগত সফরে এসেছিলেন। অভিনেত্রী জানান, জাদুঘর কর্তৃপক্ষকে একটি ব্যক্তিগত টয়লেট স্থাপন করতে হয়েছিল যেখানে কেবল পুতিনই যাবেন। পুতিন নিজের এই শৌচাগারটি নিজের সঙ্গেই নিয়ে ঘোরেন।
নানা গুজব অনুযায়ী, পুতিন দীর্ঘস্থায়ী এক অসুস্থতায় ভুগছেন এবং তিনি বিভিন্ন রোগের জন্য চিকিৎসাও করাচ্ছেন। তাঁর ব্যক্তিগত দলের মতোই, পুতিন যেখানেই যান সেখানেই নিজস্ব মেডিকেল টিমও নিয়ে যান বলে জানা গিয়েছে।