গত ১০ এপ্রিল নাগাদ হোয়াইট হাউস তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী অফিস ও দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ফলো করা শুরু করে৷ মোদি ও রাষ্ট্রপতি কোবিন্দ দু'জনেই একমাত্র রাষ্ট্রনেতা, যাঁদের হোয়াইট হাউস ফলো করেছিল ট্যুইটারে৷
শুধু মোদি বা রাষ্ট্রপতিই নন, পিএমও, ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় দূতাবাস, সবই ফলো করেছিল হোয়াইট হাউস৷ হোয়াইট হাউস ফলো করছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে হয়েছিল ১৯৷ এখন তা কমে ১৩৷
advertisement
হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে তখন একটি বিতর্ক তৈরি হয়েছিল৷ মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো ভারতকে হুমকি দিয়েছিলেন, ভারত হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে পাল্টা জবাব দেওয়া হবে৷ পরে ভারত হাইড্রক্সিক্লোরোকুইনের উপর রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়৷ এরপরেই মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান৷