বন্ধু মেগানের বিয়ের নেমন্তন্নে গিয়েছেন প্রিয়াঙ্কা । তাই বেশ খোশমেজাজেই রয়েছে কোয়ান্টিকো স্টার । ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্টও করে ফেলেছেন এর মধ্যেই ।
আরও পড়ুন: আজ 'ডি-ডে'! প্রিন্স হ্যারি আর মেগান মর্কেলের বিয়ের দিকে তাকিয়ে গোটা দুনিয়া
একটা ছবিতে লন্ডনের গ্রীষ্মকাল উপভোগ করছেন তিনি, অন্য ছবিতে হাসি, আড্ডায় নিজের টিমের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।
advertisement
ত মাসে বিয়ের নিমন্ত্রণ পাওয়ার পর প্রিয়াঙ্কা পিপল ম্যাগাজিনকে জানিয়েছিলেন, হ্যারি-মেগান দুজনেরই জীবন বদলে যেতে চলেছে । মেগানের মতো একজন শক্তিশালী ব্যক্তিত্বতে আইকন হিসেবে পেতে চলেছে বিশ্ব ।
কী পরে বিয়ে বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা ? ইনস্টাগ্রাম পোস্টেই জানিয়েছেন এখনও এসে পৌঁছয়নি সেই পোশাক । তবে ব্রাইডসমেড না হলেও ফ্যাশনিস্তা প্রিয়াঙ্কার দিকে নজর থাকবেই ।
advertisementPre Wedding SHEnanigans! 12:10AM the morning of...and still waiting for the dress!