ঢাকা : দীর্ঘদিনের রোগভোগের পর আজ সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। বেশ কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শেষরক্ষা হল না। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর।
advertisement
অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্য়ু হয় তাঁর। সংবাদ সংস্থা, প্রথম আলো সূত্রে খবর, বিএনপির চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’
ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি পোস্টে লিখেছেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা।”
আরও পড়ুন- আট উইকেট, চার ওভার আর সাত রান… T20 তে ইতিহাস তৈরি করা গুমনাম বোলার?
খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করেছেন প্রধআনমন্ত্রী। ওই বৈঠকের দু’টি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
