যদিওবা তাঁদের এই সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র আপত্তি জানাননি ছাত্রের বাবা-মা। তাদের বয়সের ফারাক নিয়েও কোনও আপত্তি জানাননি তাঁরা। তবে ১৩ বছরের ছেলের সন্তানের মা হওয়ায় গ্রেফতার করা হয়েছে শিক্ষিকাকে। উত্তর হিউস্টানের স্টোভাল মিডল স্কুলের এক ২৪ বছরের শিক্ষিকা আলেকজান্দ্রিয়া ভেরা। এই স্কুলেরই ১৩ বছরের এক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য এর আগেও অন্য এক সম্পর্ক ছিল আলেকজান্দ্রিয়ার। যার দরুণ তাঁর একটি ৪ বছরের সন্তানও আছে।
advertisement
আরও পড়ুন: পুরুষের গর্ভে সন্তান! এই 'রুপান্তরিত বাবাদের' গল্প জানলে অবাক হবেন
কোর্টে জমা পড়া তথ্য থেকে জানা গিয়েছে, আলেকজান্দ্রিয়াকে ইন্সটাগ্রামে বার্তা পাঠায় ছাত্রটি। পরে ফোন নম্বর আদান প্রদান হয়। সামান্য কথোপকথনের পরেই ছাত্রের বাড়িতে হানা দেন তরুণী। পরে শারীরিক সম্পর্ক হয় দু'জনের। দীর্ঘদিন মেলামেশার পরে অন্তসত্ত্বা হয়ে পড়েন আলেকজান্দ্রিয়া। পরে দু'জনের সম্পর্কের কথা সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ে। তবে ছাত্রের বাবা-মায়ের সম্মতি থাকলেও শেষ পর্যন্ত আলেকজান্দ্রিয়াকে গর্ভপাত করতে বাধ্য করে শিশু কল্যাণ দফতরের কর্মীরা। এবং শেষ পর্যন্ত ১০বছরের সাজা ঘোষণা হয় তাঁর।