বিয়ের আসর বসেছিল ঐতিহাসিক ভার্সেই রাজপ্রাসাদে। প্রাইভেট জেটে গন্তব্যে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল অতিথিদের। তাঁদের মনোরঞ্জনের জন্য পারফর্ম করেন জনপ্রিয় ব্যান্ড ‘মেরুন ফাইভ।’ কনের পরনে মহার্ঘ্য গাউনের পাশাপাশি রূপকথার পরিবেশ তৈরি করতে বিশ্বের মহার্ঘ্যতম ফুলে সাজানো হয়েছিল ভার্সাই প্রাসাদ। মাথা ঘুরিয়ে দেওয়া এই বিয়ের কনের পরিচয় জানতে মুখিয়ে ছিলেন নেটিজেনরা।
advertisement
প্রসঙ্গত ম্যাডেলেইন ব্রকওয়ে টেক্সাসের একজন অন্ত্রপ্রনর। তাঁর বাবা রবার্ট বব ব্রকওয়ে পেশায় বিল উজারি মোটর্স-এর চেয়ারম্যান এবং সিইও। মার্সিডিজ বেঞ্জ-এর ডিলারশিপ-ও তাঁদের বাণিজ্যের অঙ্গ।
আরও পড়ুন : বাবার মতো মেয়ের বিয়েও মাঝ আকাশে উড়ন্ত বিমানে! ব্যবসায়ীর রাজকীয় চমক!
ধনকুবের এই শিল্পপতির পরিবারের কন্যার বিয়েতে খরচ হয়েছে ৫৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৪৯১ কোটি টাকা। এই মহার্ঘ্য পরিণয় নিয়ে সোশ্যাল মিডিয়া দ্বিধাবিভক্ত। একদল এই জৌলুসে অভিভূত। আর এক দলের মত এই স্রোতের মতো অর্থব্যয় নিষ্প্রয়োজন।