তার এই ইভেন্ট কভার হয় ১৭টি ক্যামেরা ও চারটি ড্রোনে ঘটনাটি ঘটেছে বুধবার ৷ আর ইতিমধ্যেই সোশ্যাল সাইটে এই দুঃসাহসিক ভিডিওর ভিউ হয়েছে কয়েক লক্ষ ৷ আগ্নেয়গিরির মাথায় লাভাহ্রদ - মাসায়া এমনই একটি হ্রদ ৷ দক্ষিণ আমেরিকার নিকারাগুয়ার থেকে ২০ কিলোমিটার দূরে ৬৩৫ মিটার উঁচুতে রয়েছে এই হ্রদ ৷ এর নিচের ফুটন্ত লাভা যেমন রয়েছে তেমনিই ক্রমাগত নিঃসারিত হয় বিষাক্ত গ্যাসও ৷
advertisement
দেখে নিন সেই হাড় হিম করা ভিডিও
সমস্তরকম সতর্কতা -র নিয়ম মেনেই প্রাণ হাতে করে এই চ্যালেঞ্জ পার করেছেন তিনি ৷ মুখোশ ও অন্যান্য সতর্কতামূলক পোশাক পরেন নিক। পোশাকের সঙ্গে হুক দিয়ে একটি দড়ি আটকে রাখা হয়, যাতে কোনও ভাবে পা পিছলে লাভায় গিয়ে না পড়েন। তবে সে পরিস্থিতি তৈরি হয়নি।
সন্ধ্যা ৮টা ২০ মিনিটে, ৫৫০ মিটার দড়ির উপর দিয়ে হাঁটতে শুরু করেন নিক। প্রায় ৩১ মিনিট পর অন্যপ্রান্তে পৌঁছন। ইভেন্ট শেষে বেশ হাল খারাপ হয়েছিল নিকের ৷