আমেরিকা এর আগেই ইরানকে হুমকি দিয়ে রেখেছিল কিছু এদিক ওদিক হলেই যুদ্ধ শুরু হবে ৷ অন্যদিকে নিজেদের সেনাপ্রধানকে হারিয়ে তারাও জানিয়ে দিয়েছিল এর বদলা তারা নেবে ৷ সেই প্রেক্ষিতেই ডজন মিসাইলেই আক্রমণ হয় ইরানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ এ ৷ ইরাকের আল আসাদ ও ইরবিল ক্যাম্পে হয়েছে হানা ৷
advertisement
আরও পড়ুন - ‘আমেরিকার কাছে সেরা যুদ্ধাস্ত্র ও সেনা আছে’ ট্যুইটে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট
মিডিয়ায় এই ভিডিও আসার পরেই ভাইরাল হয়ে গেছে ৷যুদ্ধের গন্ধ পাচ্ছে পশ্চিম এশিয়া সহ সারা পৃথিবী ৷ এদিনের মিসাইল হানার বিভিন্ন ছবি ও ভিডিও ইতিমধ্যেই ট্যুইটারে এসেছে ৷ দেখে নিন সেই সব ছবি ও ভিডিও ৷
আমেরিকা সেনা ক্যাম্পে ইরানের হামলার পর বিদেশমন্ত্রী জবাদ জারিফ জানিয়েছেন , ‘ইউএন-র আর্টিকেল ৫১ নম্বর ধারা মেনেই এই পদক্ষেপ উঠিয়েছে ৷ এই সেনা ছাউনি থেকে আমাদর নাগরিদের ওপর আঘাত এসেছে, আমরা হামলা করতে চাইনি ৷ কিন্তু কেউ উস্কানি দিলে আমরা থেমে থাকব না ৷ ’
আরও দেখুন