TRENDING:

আমেরিকার সেনা ছাউনিতে মিসাইল হানা, আতঙ্কে ছোটাছুটি শুরু, দেখে নিন ইরানের হানার ভিডিও

Last Updated:

এবার যুদ্ধের দিকে গড়ানোর পথে আরও একধাপ এগিয়ে গেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগদাদ : ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের গুপ্ত বাহিনী কুদস। বিদেশের মাটিতে ইরানপন্থী ভাড়াটে সেনাদের পরিচালনা করাই যার মূল কাজ। এই বাহিনীরই প্রধান ছিলেন কাসেম সুলেমানি। শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সুলেমানির। এরপর থেকেই নতুন করে মার্কিন-ইরান টানাপোড়েনের শুরু। যা  এবার যুদ্ধের দিকে গড়ানোর পথে আরও একধাপ এগিয়ে গেল ৷
advertisement

আমেরিকা এর আগেই ইরানকে হুমকি দিয়ে রেখেছিল কিছু এদিক ওদিক হলেই যুদ্ধ শুরু হবে ৷ অন্যদিকে নিজেদের সেনাপ্রধানকে হারিয়ে তারাও জানিয়ে দিয়েছিল এর বদলা তারা নেবে ৷ সেই প্রেক্ষিতেই ডজন মিসাইলেই আক্রমণ হয় ইরানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ এ ৷ ইরাকের আল আসাদ ও ইরবিল ক্যাম্পে হয়েছে হানা ৷

advertisement

আরও পড়ুন - ‘আমেরিকার কাছে সেরা যুদ্ধাস্ত্র ও সেনা আছে’ ট্যুইটে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট

মিডিয়ায় এই ভিডিও আসার পরেই ভাইরাল হয়ে গেছে  ৷যুদ্ধের গন্ধ পাচ্ছে পশ্চিম এশিয়া সহ সারা পৃথিবী ৷ এদিনের মিসাইল হানার বিভিন্ন ছবি ও ভিডিও ইতিমধ্যেই ট্যুইটারে এসেছে ৷ দেখে নিন সেই সব ছবি ও ভিডিও ৷

advertisement

advertisement

আমেরিকা সেনা ক্যাম্পে ইরানের হামলার পর বিদেশমন্ত্রী জবাদ জারিফ জানিয়েছেন , ‘ইউএন-র আর্টিকেল ৫১ নম্বর ধারা মেনেই এই পদক্ষেপ উঠিয়েছে ৷ এই সেনা ছাউনি থেকে আমাদর নাগরিদের ওপর আঘাত এসেছে, আমরা হামলা করতে চাইনি ৷ কিন্তু কেউ উস্কানি দিলে আমরা থেমে থাকব না ৷ ’

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
আমেরিকার সেনা ছাউনিতে মিসাইল হানা, আতঙ্কে ছোটাছুটি শুরু, দেখে নিন ইরানের হানার ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল