২০১৫ সালে ইউক্রেন টেলিভিশনে সম্প্রচার শুরু হওয়া সেই মেগা সিরিজের নাম ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ (Servant of the people)৷ পর্দায় প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করার বছর চারেকের মধ্যে ২০১৯ সালে জেলেনস্কিকে দেখা গেল বাস্তবেই ইউক্রেনের প্রেসিডেন্ট পদে৷ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে জেলেনস্কির অভিনয় ও গানের ক্লিপিংস৷
এই প্রসঙ্গে ব্রিটিশ অভিনেতা হিউ বোনভিল ট্যুইট করে জানিয়েছেন জেলেনস্কিই ছিলেন ‘প্যাডিংটন বেয়ার’ ইউক্রেনীয় সংস্করণের কণ্ঠস্বর৷ জনপ্রিয় চরিত্র প্যাডিংটনের ব্রিটিশ প্রোডাকশনের সঙ্গে জড়িয়ে ছিলেন বোনভিল নিজে৷
advertisement
এই তথ্যে চমকে গিয়েছেন নেটিজেনরা৷ তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন নেটবার্তায়৷ জেলেনস্কির অবিশ্বাস্য প্রতিভায় তাঁরা মুগ্ধ৷ অনেকেই তুলে ধরেছেন তাঁর নাচের দক্ষতার কথাও৷ জেলেনস্কির একটি ভিডিও-ও এখন চর্চিত ইন্টারনেটে৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে টেলিভিশন ডান্স শো ‘টান্টসি জেড জিরক্যামি’-তে৷ এই শো আসলে ‘ডান্সিং উইথ দ্য স্টারস’-এর ইউক্রেনীয় সংস্করণ৷ ভাইরাল হওয়া ক্লিপে জেলেনস্কিকে দেখা যাচ্ছে একাধিক পোশাকে৷ বিভিন্ন গানের সুরে তিনি নাচছেন৷ ‘ইউএসএ টুডে’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে ওই ডান্স শো-এ বিজয়ী হয়েছিলেন জেলেনস্কি ও তাঁর সঙ্গী নৃত্যশিল্পী ওলেনা শোপটেঙ্কো৷
আরও পড়ুন : ৬০ কেজি সোনা দান অজ্ঞাতপরিচয় দাতার! নবরূপে স্বর্ণসাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দির
আরও পড়ুন : অগ্নিমূল্যের বাজারে মাত্র আড়াই টাকায়! ভাইরাল অমৃতসরের বৃদ্ধের দোকানের শিঙাড়ার ভিডিও
ইউক্রেনের দক্ষিণ পূর্ব অংশে ক্রিভ রি শহরে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন জেলেনস্কি। এক উচ্চশিক্ষিত ইহুদি পরিবারে জেলেনস্কি-র বাবা আলেকজান্দার ছিলেন ক্রিভ রি ইনস্টিটিউট অফ ইকনমিক্স-এর সাইবারট্রনিক্স আর কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ক অধ্যাপক। মা রিম্মা জেলেনস্কার পেশা ছিল ইঞ্জিনিয়ারিং। আইনশাস্ত্রের ছাত্র জেলেনস্কি অবশ্য পরবর্তীতে পা রাখেন বিনোদন জগতে। তৈরি করেন ‘ভার্টাল ৯৫’ নামে একটি সংস্থা৷ তাদের কাজ মূলত ছিল কমেডি শো তৈরি। টেলিভিশন শো ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ ছিল এই সংস্থারই তৈরি৷