TRENDING:

War in Ukraine: Volodymyr Zelensky : অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট, ছোটদের প্রিয় প্যাডিংটন ভালুকের কণ্ঠস্বর জেলেনস্কি-ই

Last Updated:

War in Ukraine: Volodymyr Zelensky :কাকতালীয় হলেও সত্যি, অতীতে জেলেনস্কি এমন এক টেলিভিশন সিরিজে অভিনয় করেছিলেন যেখানে তাঁকে দেখা গিয়েছিল দেশের প্রেসিডেন্টের ভূমিকায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : সামরিক সাজে রণাঙ্গনে তাঁর ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে (War in Ukraine)৷ রাষ্ট্রনায়ক পরিচয়ের আড়ালে চাপা পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির আলেকজান্দ্রোভিচ জেলেনস্কির (Volodymyr Zelensky) অভিনেতা সত্তা৷ কাকতালীয় হলেও সত্যি, অতীতে জেলেনস্কি এমন এক টেলিভিশন সিরিজে অভিনয় করেছিলেন যেখানে তাঁকে দেখা গিয়েছিল দেশের প্রেসিডেন্টের ভূমিকায়৷
রাষ্ট্রনায়ক পরিচয়ের আড়ালে চাপা পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির আলেকজান্দ্রোভিচ জেলেনস্কির (Volodymyr Zelensky) অভিনেতা সত্তা
রাষ্ট্রনায়ক পরিচয়ের আড়ালে চাপা পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির আলেকজান্দ্রোভিচ জেলেনস্কির (Volodymyr Zelensky) অভিনেতা সত্তা
advertisement

২০১৫ সালে ইউক্রেন টেলিভিশনে সম্প্রচার শুরু হওয়া সেই মেগা সিরিজের নাম ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ (Servant of the people)৷ পর্দায় প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করার বছর চারেকের মধ্যে ২০১৯ সালে জেলেনস্কিকে দেখা গেল বাস্তবেই ইউক্রেনের প্রেসিডেন্ট পদে৷ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে জেলেনস্কির অভিনয় ও গানের ক্লিপিংস৷

এই প্রসঙ্গে ব্রিটিশ অভিনেতা হিউ বোনভিল ট্যুইট করে জানিয়েছেন জেলেনস্কিই ছিলেন ‘প্যাডিংটন বেয়ার’ ইউক্রেনীয় সংস্করণের কণ্ঠস্বর৷ জনপ্রিয় চরিত্র প্যাডিংটনের ব্রিটিশ প্রোডাকশনের সঙ্গে জড়িয়ে ছিলেন বোনভিল নিজে৷

advertisement

আরও পড়ুন : মেয়ের স্কার্ফ টুপি জুতো মায়ের হাতে, রক্তাক্ত বাবা ধরে আছেন এক হাত, ইউনিকর্ন পায়জামা পরে ঘুমের দেশে ইউক্রেনীয় বালিকা

এই তথ্যে চমকে গিয়েছেন নেটিজেনরা৷ তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন নেটবার্তায়৷ জেলেনস্কির অবিশ্বাস্য প্রতিভায় তাঁরা মুগ্ধ৷ অনেকেই তুলে ধরেছেন তাঁর নাচের দক্ষতার কথাও৷ জেলেনস্কির একটি ভিডিও-ও এখন চর্চিত ইন্টারনেটে৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে টেলিভিশন ডান্স শো ‘টান্টসি জেড জিরক্যামি’-তে৷ এই শো আসলে ‘ডান্সিং উইথ দ্য স্টারস’-এর ইউক্রেনীয় সংস্করণ৷ ভাইরাল হওয়া ক্লিপে জেলেনস্কিকে দেখা যাচ্ছে একাধিক পোশাকে৷ বিভিন্ন গানের সুরে তিনি নাচছেন৷ ‘ইউএসএ টুডে’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে ওই ডান্স শো-এ বিজয়ী হয়েছিলেন জেলেনস্কি ও তাঁর সঙ্গী নৃত্যশিল্পী ওলেনা শোপটেঙ্কো৷

advertisement

আরও পড়ুন : ৬০ কেজি সোনা দান অজ্ঞাতপরিচয় দাতার! নবরূপে স্বর্ণসাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দির

advertisement

আরও পড়ুন : অগ্নিমূল্যের বাজারে মাত্র আড়াই টাকায়! ভাইরাল অমৃতসরের বৃদ্ধের দোকানের শিঙাড়ার ভিডিও

ইউক্রেনের দক্ষিণ পূর্ব অংশে ক্রিভ রি শহরে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন জেলেনস্কি। এক উচ্চশিক্ষিত ইহুদি পরিবারে জেলেনস্কি-র বাবা আলেকজান্দার ছিলেন ক্রিভ রি ইনস্টিটিউট অফ ইকনমিক্স-এর সাইবারট্রনিক্স আর কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ক অধ্যাপক। মা রিম্মা জেলেনস্কার পেশা ছিল ইঞ্জিনিয়ারিং। আইনশাস্ত্রের ছাত্র জেলেনস্কি অবশ্য পরবর্তীতে পা রাখেন বিনোদন জগতে। তৈরি করেন ‘ভার্টাল ৯৫’ নামে একটি সংস্থা৷ তাদের কাজ মূলত ছিল কমেডি শো তৈরি। টেলিভিশন শো ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ ছিল এই সংস্থারই তৈরি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: Volodymyr Zelensky : অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট, ছোটদের প্রিয় প্যাডিংটন ভালুকের কণ্ঠস্বর জেলেনস্কি-ই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল